গ্যালারিতে মেসি, জয়হীন রইলো মায়ামি

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৯:৩৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) নিয়মিত খেলায় লিওনেল মেসি ও জর্দি আলবাকে ছাড়া খেলতে নামে এফসি সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় গতকাল রোববার সকালে মায়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এমএলএস অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মেসি ও আলবাকে। যে কারণে গতকালের ম্যাচটিতে খেলতে পারেননি তারা। দুই প্রধান তারকা দলে না থাকলেও সিনসিনাটির কাছ থেকে মূল্যবান এক পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় মায়ামি। ১০ দিন আগে এই সিনসিনাটির কাছেই ৩-০ গোলে হেরেছিল মায়ামি। ওই ম্যাচে খেলেছিলেন মেসিও। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে প্রায় জয়সূচক গোল করেই ফেলেছিল সিনসিনাটি। কিন্তু মায়ামির নোয়া অ্যালেন ফাউলের শিকার হওয়ায় সফরকারীদের গোলটি বাতিল করে দেওয়া হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউ দেখেও গোল বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন মাঠের রেফারি টরি পেনসো। মেসির অনুপস্থিতিতে মায়ামি আক্রমণে ভরসা রেখেছিল লুইস সুয়ারেজ ও তাদেও আলেন্দের ওপর। এই দুই ফরোয়ার্ডকে নিয়েও আত্মবিশ্বাসী ছিল স্বাগতিকরা। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই দুটি দারুণ সুযোগ তৈরি করে মায়ামি। মেসির পরিবর্তে শুরুর একাদশে নামা ফাফা পিকল্ট ১১ মিনিটে হেডে প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু সিনসিনাটির গোলরক্ষক রোমান সেলেন্তানো সেটি রুখে দিয়ে টানা তৃতীয় ও মায়ামির বিপক্ষে দ্বিতীয়বার ক্লিন শিট অর্জন করেন। মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি ইনজুরিতে থাকায় রোকো রিওস নভো শুরুর একাদশে জায়গা পান। তিনিও ক্লাবের পক্ষে ক্লিন শিট ধরে রাখেন। মায়ামির বিপক্ষে আগের ম্যাচে দুই গোল করা সিনসিনাটির তারকা খেলোয়াড় ইভান্ডার এই ম্যাচে গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক দারুণ সুযোগ পেলেও তার ক্লোজ রেঞ্জ শট লক্ষ্যভ্রষ্ট হয়। পুরো ম্যাচে মায়ামি শট নেয় ১৩টি, আর সিনসিনাটি নেয় ৮টি। তবে লক্ষ্যে শটের দিক থেকে সিনসিনাটির সংখ্যা ছিল বেশি, ৪টি। যেখানে মায়ামি নিয়েছিল ৩টি অন-টার্গেট শট।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net