গেল ২ জুলাই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোচ ম্যানোলো মারকুইজের সঙ্গে চুক্তি বাতিল করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এরপর থেকেই ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদটি ফাঁকা। নতুন কোচ নিয়োগের জন্য এরপর আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এআইএফফ। সেই আবেদনপত্র ঘিরে দেশটির ফুটবল অঙ্গনে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি। গত বৃহস্পতিবার এআইএফএফ এর এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বার্সেলোনার সাবেক কোচ ও স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। এমনকি একজন প্রযুক্তিগত কমিটির সদস্য বলেছিলেন, জাভিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া ব্যয়বহুল হবে, তাই তার প্রস্তাব বিবেচনা করা হয়নি। তবে কারো কারো মনে সন্দেহ তৈরি হয়েছিল যে, জাভির মতো একজন হাই-প্রোফাইল কোচ কি ভারতের মতো দলের কোচ হওয়ার আবেদন করবেন? এখানে তার আবেদন করার কারণ কী হতে পারে? কেন তিনি ভারতের কোচ হওয়ার আগ্রহ দেখাবেন? এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গেল দুই দিন কিছু বলেনি এআইএফএফ। অবশেষে সংস্থাটি জানিয়েছে, জাভির নামে যে আবেদনপত্র জমা পড়েছিল, তা ভুয়া। এমনকি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার নামেও একটি ভুয়া মেইল করা হয়েছে। গত শনিবার এক বিবৃতিতে এআইএফএফ জানায়, জাতীয় দলের কোচ পদের জন্য মোট ১৭০টি আবেদনপত্র পর্যালোচনা করে তিনজনকে শর্টলিস্ট করা হয়েছে। গেপ গার্দিওলা ও জাভির নামে পাঠানো আবেদনগুলো আসলে প্রতারকদের পাঠানো। সেগুলোর কোনো সত্যতা নেই। এআইএফএফ আরও জানায়, তারা একটি ইমেইল পায় যেখানে দাবি করা হয়, স্পেনের কোচ পেপ গার্দিওলা ও জাভি কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু তদন্তে জানা যায়, এই ইমেইল ও আবেদনগুলো ভুয়া।