ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন পাওয়েল

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৭:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৫৭:২৪ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিয়েছেন রোভম্যান পাওয়েল। কিংবদন্তি ক্রিস গেইলকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ফরম্যাটে মেরুন জার্সিধারীদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। গতকাল রোববার বাংলাদেশ সময় সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন পাওয়েল। এতেই গেইলকে ছাড়িয়ে ক্যারিবীয় ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। সিরিজের আগের তিন ম্যাচে পাওয়েলের স্কোর ছিল মাত্র ১, ১২ ও ৯। তবে এই ইনিংসে দুইটি চার ও দুইটি ছক্কায় নিজস্ব স্টাইলে পাওয়ার-হিটিংয়ের ঝলক দেখান তিনি। ৯৯ টি-টোয়েন্টি ম্যাচে পাওয়েলের রান এখন ১,৯২৫। আর ৭৯ টি-টোয়েন্টিতে গেইলের রান ছিল ১,৮৯৯। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেটে রান সংগ্রহের তালিকার শীর্ষে থাকা নিকোলাস পুরান ১০৬ ম্যাচে করেছেন ২,২৭৫ রান। পাওয়েল এখন তার চেয়ে প্রায় ৩০০ রান পিছিয়ে আছেন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net