দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬২০

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০২:৪৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০২:৪৯:১৭ অপরাহ্ন
দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬২০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ৪৯ জন। গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৯ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫৭১ জন অন্যান্য অপরাধে জড়িত ছিলেন। অভিযানে বিদেশি ওয়ান শুটার গান, শটগানের কার্তুজ, পিস্তলের গুলি, ছুরি ও দেশীয় তৈরি পাইপগানসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net