ম্যাচের অর্থ মাইলস্টোনের ক্ষতিগ্রস্ত ও জুলাই যোদ্ধাদের দেবে বিসিবি

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৩৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৩৯:৫২ অপরাহ্ন
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে লিটন দাসের দল। তৃতীয় ম্যাচের আগে এক মহৎ উদ্যোগের কথা জানিয়েছে বিসিবি। সম্প্রতি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত আয় মাইলস্টোন এবং জুলাই যোদ্ধাদের দেবে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক ও স্মরণের মুহূর্তে, আমাদের একটি সম্প্রদায় হিসেবে একসাথে দাঁড়ানো উচিত। সম্প্রতি ঘটে যাওয়া এসব মর্মান্তিক ঘটনার শিকারদের আরোগ্য প্রক্রিয়ায় সামান্য হলেও অবদান রাখতে পেরে বিসিবি গর্বিত ও কৃতজ্ঞ। ভুক্তভোগী পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’ প্রসঙ্গত, গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। মর্মান্তিক এই ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net