
ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পাউবো অভিমুখে পদযাত্রা


মফিজুর রহমান, ফেনী
প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছেন স্থানীয়রা।
গতকাল বুধবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রাটি শুরু হয়ে মহিপাল পানি উন্নয়ন বোর্ডের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের হাতে ৮ দফা দাবি সম্বলিত লিফলেট তুলে দেন আয়োজকরা।
দাবিগুলো হলো-টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাপুর ক্লোজার ও তৎসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করণ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিতকরণ এবং ২০২৪ এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ। আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন মহলে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে দাবিগুলোর ব্যাপারে জোরালো জনমত গড়ে তোলা হবে।
পাউবো অভিমুখে পদযাত্রা কর্মসূচির সংগঠক ওসমান গণি রাসেল বলেন, টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পাউবো ফেনী অভিমুখী পদযাত্রা সম্পন্ন হয়েছে। এতে ফেনীর ৬ উপজেলার স্বেচ্ছাসেবীসহ সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ ছিলো।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ