ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এক বছরের জন্য বার্সায় জোগ দিলেন র‌্যাশফোর্ড নিষেধাজ্ঞার ঝুঁকি মেসি জাপানে যাচ্ছে না বার্সা মারা গেছেন সাবেক জাতীয় ক্রিকেটার বেলায়েত হোসেন ইনজুরি নিয়েই মাঠে নেমে গেলেন পন্ত চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু ও সময়! সভা শেষে যা জানালেন এসিসি সভাপতি ম্যাচের অর্থ মাইলস্টোনের ক্ষতিগ্রস্ত ও জুলাই যোদ্ধাদের দেবে বিসিবি ৭৫ শতাংশ অর্থ পাচার বাণিজ্যের আড়ালে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না : ইসি উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ অতি দ্রুত নির্বাচন : মির্জা ফখরুল সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই-আইএসপিআর স্থগিত এইচএসসি পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট বিমান দুর্ঘটনায় হতাহতের তালিকা করতে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের কমিটি বোনের পর চলে গেলো ৯ বছরের নাফিও বার্ন ইউনিটে দগ্ধদের আর্তনাদ তিস্তা সেতুতে খুলবে উন্নয়নের দ্বার স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি ফরিদপুরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশুর মীরসরাইয়ে দুই ঘণ্টায় পাঁচ সড়ক দুর্ঘটনা

ধর্ষণের প্রতিবেদন না দেয়ায় এসপিকে তলব

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:২৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:২৯:৪২ অপরাহ্ন
ধর্ষণের প্রতিবেদন না দেয়ায় এসপিকে তলব
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় চিকিৎসার আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় কুমিল্লার পুলিশ সুপারকে (এসপি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯ জুন কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীকে নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন আদালত। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওইদিন ১৪ জুলাই এ মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছিল। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। এদিকে, কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তারা হলেন- মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়। মামলার এজাহার ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী ওই নারী প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন রাতে বাবার বাড়ির পাশে পূজা হচ্ছিলো। পরিবারের সদস্যরা সেখানে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন। আনুমানিক ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি সেসময় ঘরের দরজা খুলতে বলেন। এসময় তিনি দরজা খুলতে না চাইলে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য