
ডেমরায় জনগণের বাধায় বন্ধ করা হলো ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণ কাজ
- আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:২০:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:২০:১৭ অপরাহ্ন


রাজধানীর ডেমরায় জনগণ ও বিভিন্ন যানবাহন চালকদের বাঁধায় বন্ধ করা হয়েছে ট্রাফিক পুলিশ বক্সের পাকা নির্মাণ কাজ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ডেমরা-যাত্রাবাড়ী সড়কের স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাফিক ডেমরা জোনের ওই কাজ বন্ধ করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের চালক ও জনগণের সঙ্গে ট্রাফিক ডেমরা জোনের ইন্সপেক্টর (টিআই) মো. সুলতানের তুমুল বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় এক পর্যায়ে টিআই সুলতান পুলিশ বক্সের নির্মাণ কাজ বন্ধ করলে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসে। প্রত্যক্ষদর্শী ও বাঁধা প্রদানকারীদের অভিযোগ, ইতোপূর্বে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ কর্তৃক চৌরাস্তার মোড়ে ৫৪ বছর আগে নির্মীত শহীদ মিনার ভেঙ্গে ফেলা হয়েছে। ওই জায়গায় পুণরায় শহীদ মিনার নির্মাণের কথা। অথচ ট্রাফিক ডেমরা বিভাগের পুলিশ ঐতিহ্যবাহী ওই শহীদ মিনারের জায়গায় ইতিমধ্যে একটি ট্রাফিক বক্স নির্মাণ করেছে। আরেকটি বড় পাকা পুলিশ অফিস রয়েছে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের সুলতানা কামাল সেতুর পাশে। এদিকে স্টাফ কোয়ার্টার এলাকায় প্রায় ৩০০ গজ দূরত্বের মধ্যে দু’টি ট্রাফিক পুলিশ বক্স থাকা সত্বেও আবারও টিআই সুলতান নতুন করে সড়ক দখল করে নতুন পাকা ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের কাজ শুরু করেছে। এখানেই রয়েছে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইনের বড় পোল। এক্ষেত্রে যদি ট্রাফিক বক্স নির্মাণ করা হয় তাহলে সড়কের অর্ধেক অংশ বন্ধ হয়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে টিআই সুলতান সাংবাদিকদের বলেন, অন্য ট্রাফিক বক্সগুলো মূল কাজের জায়গা থেকে একটু দূর বলে এখানে ট্রাফিক বক্স নির্মাণ করতে চেয়েছিলাম। এক্ষেত্রে বসা ও সঙ্গে থাকা ব্যাগসহ অন্যান প্রয়োজনীয় জিনিসপত্র রাখার সুবিধার্থেই বক্সটি নির্মাণ করছিলাম।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ