ঢাকা , বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর বেড়েছে আদানির বকেয়া পরিশোধ ও বিদ্যুৎ আমদানির পরিমাণ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৫৫ বিনিয়োগকারী ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা পেছাতে পিএসসিতে পরীক্ষার্থীদের অবস্থান এসএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পাইলট প্রকল্প চালু করবে ইসি ক্রয়াদেশ স্থগিত করছেন মার্কিন ক্রেতারা নকল ঠেকাতে কঠোর নির্দেশনা মাউশির আবারও ফেসবুক লাইভে এলেন শেখ হাসিনা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে চূড়ান্ত কথা হয়নি-পররাষ্ট্র উপদেষ্টা পহেলা বৈশাখে কোনো হুমকি নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা স্বস্তির বাহন মেট্রোরেলে বাড়ছে যাত্রী অসন্তোষ দোকান-সুপারশপে ইসরায়েলি পণ্য না রাখতে হুমকি আতঙ্কে ব্যবসায়ীরা শুল্ক ইস্যুতে আশায় গুড়েবালি বিনিয়োগের সেরা সময় এখন : ড. ইউনূস খেলাপি ঋণ ও টাকা পাচারে বিপর্যস্ত ব্যাংকখাত ফের আইটেম গানে নাচবেন তামান্না সম্মানসূচক পাম ডি’অর পাচ্ছেন রবার্ট ডি নিরো

জ্বালাও-পোড়াও করলে কোনো ছাড় নয় : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ১০:৩৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ১০:৫৫:১১ পূর্বাহ্ন
জ্বালাও-পোড়াও করলে কোনো ছাড় নয় : প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকে বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই মুরুব্বি ধরুক, এদের আমরা ছাড়বো নাএদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত থাকবেগতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেনজোটের শীর্ষ নেতাদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া দেশের মানুষের কল্যাণ হবে নাস্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আরও সুসংগঠিত হতে হবেমানুষের কাছে যেতে হবেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি; ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে রোজই আন্দোলন ও সরকার উৎখাতসহ নানা রকম হুমকি-ধমকি দেয়যতক্ষণ জনগণ সঙ্গে আছে ওটা আমি কেয়ার করি নাতারপরও এরা যেন দেশে জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ এগুলো করতে না পারেএগুলো যারা করবে, তাদের কোনো ছাড় নাইযতই মুরুব্বি ধরুক, আর যা-ই ধরুক, এদের আমরা ছাড়বো নামানুষের ক্ষতি যারা করবে, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত থাকবে-এ প্রসঙ্গে যোগ করেন তিনি
রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের অনেকের ঘরে সন্তানের জন্ম হচ্ছেতাদের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছেমিয়ানমারেও পরিস্থিতি ভালো নয়তাদের তো আর ঠেলে দিতে পারি নাআলাপ-আলোচনা করে যাচ্ছিযুদ্ধ করতে যাইনি, ঝগড়াও করতে যাইনিকখন যে তাদের ফেরাতে পারবো জানি নাআমরাও তো (মুক্তিযুদ্ধকালীন) রিফিউজি ছিলাম, ফলে রোহিঙ্গাদের কষ্টটা বুঝিতাদের ভাসানচরে নিচ্ছিকিছু গেছে, আরও যাবেপ্রধানমন্ত্রী বলেন, আমরা সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিগাজায় গণহত্যা চলছেআমরা এর প্রতিবাদ করছিযেখানেই যাই, এ যুদ্ধের বিরুদ্ধে কথা বলছিইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার ঘটনায় আমরা শোক দিয়েছিশোক দিবসও পালন করেছিযেখানেই মানুষ বিপদে পড়েছে, আমরা পাশে দাঁড়িয়েছিসবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়এ নীতিতে আমরা কাজ করছিমূল্যস্ফীতিকে এ সময়ের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ইনফ্লুয়েশন এখন অনেক দেশেরই সমস্যাএটি কমাতে পারলে ভালো হতোরিজার্ভ আমাদের মতো অনেক দেশেরই কমছেআমাদের আপদকালীন সময়ের জন্য খাদ্য মজুত থাকলে রিজার্ভ কমলেও কোনো সমস্যা হবে নাতারপরও আমি এটি নিয়ে সচেতন করায়, এখন দেখি সবাই এ নিয়ে কথা বলছেএটি ভালোঅন্তত বললে সবাই সচেতন থাকবে
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি বলেছি, সবাইকে উৎপাদনে মনোযোগী হতেনিজেদের চাহিদা পূরণে অনাবাদি জমি আবাদের আওতায় আনার উদ্যোগ নিতে বলেছিগোপালগঞ্জে আমরা একটি সমিতির মাধ্যমে চাষাবাদ করেছিসেখানে সবাই এটি করছেএভাবে অনাবাদি জমি চাষের আওতায় আনলে আমাদের খাবারের অভাব হবে নাবরং রফতানি করতে পারবোঅবশ্য এখনো সবজি-ফুল রফতানি হচ্ছেমতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সব সুযোগ-সুবিধা দেয়ার পরও টেলিভিশন করে দেয়ার পরও বলছে কথা বলতে পারি নাফেসবুকেও সমালোচনা মিথ্যা অপবাদ দেয়া হয়সবচেয়ে বড় সমস্যা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সআমরাসহ পৃথিবীর বিভিন্ন দেশও এ সমস্যা মোকাবিলার ব্যাপারে সচেতনতিনি বলেন, স্কুলে ছেলেদের সংখ্যা কমছেমেয়েদের সংখ্যা বেশিএবার (এসএসসির ফলাফলে) মেয়েরা বেশি পাস করছে, ছেলেরা কমএর কারণ খুঁজে বের করতে বলেছিউচ্চশিক্ষার জন্য প্রধানমন্ত্রীর ফান্ড থেকে আমরা সুবিধা দিচ্ছি
প্রধানমন্ত্রী বলেন, দেশের ২২ জেলা ও ৩৩৪ উপজেলা এখন ভূমিহীন গৃহহীন মুক্তবাকিগুলোও হবেপ্রত্যেক নাগরিক দুই শতক জমিসহ ঘর পাবেকোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে নাকেউ অভুক্ত থাকবে নাপাশাপাশি নিরক্ষরও থাকবে নাসবাইকে পড়াশোনার আওতায় আনবোবেকারও থাকবে নাকর্মসংস্থানের নানা সুযোগ সৃষ্টি করছি আমরাতিনি বলেন, বিএনপির অহমিকা ছিল, তারাই বড় দল২০০৮ সালের নির্বাচনে সিট পেয়েছে মাত্র ৩০টি, সেটিই তাদের ক্ষোভ২০১৪ সালে তারা নির্বাচনে আসেনিএরপর থেকে তো বাংলাদেশে নির্বাচনই হতে দেবে না, এমন অবস্থাহ্যাঁ, কোনো এক সাদা চামড়া থেকে প্রস্তাব এসেছে, বাংলাদেশে তাদের ঘাঁটি করবেসে সুযোগ দিলে তারা নির্বাচন করতে দেবেআমি রাজি হইনিআমি এ প্রস্তাব পাত্তা দিইনি, সোজা কথাদেশের মানুষই আমার শক্তি, আমি তাদের ওপরই নির্ভর করি২০০১ সালে ক্ষমতায় আসতে না পারার কারণ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, গ্যাস বিক্রি নিয়ে অনেকদিন দেনদরবার হয়আমার একটিই কথা ছিল, দেশের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকলে বিক্রি করবোএত বড় দেশ, এমন কথা তো সহ্য করবে না, এটিই স্বাভাবিকবৈঠক হলো- খালেদা জিয়া রাজি হলেন গ্যাস বিক্রির জন্যকিন্তু আমি রাজি হইনিআমি বলেছি, গ্যাস বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন দীনতা আমাদের নেইআমি বঙ্গবন্ধুর মেয়ে, দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় যাবো নাএরপরই কিন্তু ক্ষমতায় আসতে পারিনিবৈঠকে ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আওয়ামী লীগ নেতারাও অংশ নেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স