ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে : বিমান বাহিনী প্রধান বাচ্চাদের কষ্ট দেখে ঘরে থাকতে পারিনি রক্ত দিতে এসেছি বার্ন ইনস্টিটিউটের সামনে গলা কাটছে ফার্মেসি সিন্ডিকেট বিধ্বস্ত ভবনে ছুটির পোড়া চিঠি দেখে কাঁদছেন অভিভাবকরা উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন, প্রশ্ন গয়েশ্বরের একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে তদন্ত শুরু : আইএসপিআর গাড়ির অভাবে কমে গেছে পুলিশি টহল সচিবালয় এলাকায় রণক্ষেত্র এককালীন পাবে ৩০ লাখ, মাসিক ভাতা ২০ হাজার টাকা- মুক্তিযুদ্ধ উপদেষ্টা ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত ধর্ষণের প্রতিবেদন না দেয়ায় এসপিকে তলব কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২ পঞ্চগড়ে ২৮ ভুয়া মামলা নিষ্পত্তি, মুক্তি পেলেন ৩ হাজার আসামি বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সন্তানকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালো মা বয়লার পরিদর্শকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ডেমরায় জনগণের বাধায় বন্ধ করা হলো ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণ কাজ আ’লীগের বহিষ্কৃত নেতা মোবারকের আপিলের রায় ৩০ জুলাই

জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৭:৫৪ অপরাহ্ন
জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া
বর্তমান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও দর্শকপ্রিয় জুটি জোভান ও আইশা খান। একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে তারা ইতোমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। এবার তাদের নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আবেগ’। নাটকটি পরিচালনা করেছেন খ্যাতিমান নাট্যনির্মাতা তুহিন হোসেন এবং গল্প ও চিত্রনাট্য করেছেন রেজাউল আলম শাওন।
পরিচালক তুহিন হোসেন জানিয়েছেন, ‘আবেগ’ নাটকটি আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান সমসাময়িক বাস্তবতার প্রতিচ্ছবি। এটি কেবল একটি রোমান্টিক নাটক নয়-বরং আবেগ, সম্পর্ক, সংকট ও সহানুভূতির গল্প। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও আইশা।
জোভানের অভিনয়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে তুহিন হোসেন বলেন, “তিনি একজন পরীক্ষিত অভিনেতা। তার মধ্যে যেমন অভিনয়ের পরিপক্বতা আছে, তেমনি রয়েছে চরিত্র ধারণের দারুণ ক্ষমতা। তিনি বর্তমানে সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন।”
আইশা খান সম্পর্কে তিনি বলেন, “একসময় উপস্থাপনায় জনপ্রিয় হলেও এখন অভিনয়ে তার অবস্থান দৃঢ় হচ্ছে। এই নাটকে তিনি এতটা স্বাভাবিকভাবে চরিত্রটিকে তুলে ধরেছেন, দর্শক নিশ্চয়ই মুগ্ধ হবেন।”
অভিনেত্রী আইশা খানও জানিয়েছেন, নাটকটির গল্প, নির্মাণ ও সহশিল্পীর অভিনয়-সবকিছুই ছিল পরিপূর্ণভাবে পরিকল্পিত। তার ভাষায়, “তুহিন ভাই সাধারণত খুব বেশি রোমান্টিক গল্প করেন না, কিন্তু এই কাজটি তিনি অত্যন্ত যত্ন নিয়ে করেছেন। জোভান ভাইয়ের চরিত্রটি যেমন বাস্তবসম্মত, তেমনি দর্শকদের সঙ্গে সহজেই সম্পর্ক তৈরি করতে পারবে।”
নাটকটি এনটিভির পর্দায় প্রচারিত হবে আজ বুধবার বিকেল ৩টায়।
প্রসঙ্গত, জোভান-আইশা জুটিকে এর আগেও একাধিক নাটকে দেখা গেছে, যার মধ্যে রয়েছে ‘লাভ বাইট’, ‘থেমে যেতে নেই’, ‘অনামিকা’, ‘দুটি মন’, ‘লাস্ট উইস’, এবং ‘সে প্রথম প্রেম আমার’। তাদের জুটির অভিনয় ইতোমধ্যেই তরুণ দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন

উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জন