ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৫:৫২ অপরাহ্ন
সুস্থ হয়ে বাসায় ফিরলেন লালন শিল্পী ফরিদা পারভীন
লালনসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রায় দুই সপ্তাহ চিকিৎসা গ্রহণের পর তিনি বর্তমানে আশানুরূপভাবে সুস্থতার দিকে রয়েছেন।
ফরিদা পারভীন গত ৫ জুলাই তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন এবং সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয়। এর পাশাপাশি তার শরীরে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া ও ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা বিদ্যমান ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নানসহ একাধিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলেছে।
শুধু ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালই নয়, দেশের অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন ফরিদা পারভীন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, “ফরিদা পারভীন ঝুঁকিপূর্ণ অবস্থা কাটিয়ে এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে যেহেতু তিনি কিডনি বিকলজনিত জটিলতায় ভুগছেন, ভবিষ্যতেও শারীরিক অবস্থার অবনতি হতে পারে।”
সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্বামী গাজী আবদুল হাকিম জানান, “তিনি এখন বাসায় আছেন এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ। সকলের কাছে তার জন্য দোয়া চাইছি।”
সংগীতে দীর্ঘ পথচলার অধিকারী এই শিল্পী ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মাধ্যমে সঙ্গীতজগতে যাত্রা শুরু করেন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে খ্যাতি অর্জন করেন তিনি। ১৯৮৭ সালে সংগীত ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য একুশে পদক এবং ১৯৯৩ সালে চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও ২০০৮ সালে জাপান সরকার তাকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার অ্যাওয়ার্ড’ প্রদান করে।
এই কিংবদন্তি শিল্পীর সুস্থতা দেশের সংগীতাঙ্গন ও তার ভক্ত-অনুরাগীদের জন্য এক আনন্দঘন সংবাদ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স