
অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার
- আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০১:৩১:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০১:৩১:৫১ অপরাহ্ন


রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। গত শনিবার মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (সামুরাই) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। র্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়, এই গ্যাং সদস্যরা দিনের আলো কিংবা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ, মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। তারা সংঘবদ্ধভাবে জনসাধারণের চলাচলের নিরাপত্তা বিঘ্ন ঘটিয়ে আসছিল। র্যাব আরও জানায়, মোহাম্মদপুরসহ র্যাব-২-এর দায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এসব গ্যাং সম্পর্কে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ