ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যে তোলপাড় ভারতের রাজনীতি। নরেন্দ্র মোদির কাছে মার্কিন প্রেসিডেন্টের দাবির ব্যাখ্যা চেয়েছেন রাহুল গান্ধী। জবাবে বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা রাহুলকে পাকিস্তানের মুখপাত্র আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন।
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল ইসলামাবাদ। এটি স্বীকার বা অস্বীকার করা নিয়ে নয়াদিল্লি বরাবরই কৌশল অবলম্বন করে উত্তর দিয়েছে। তবে বিষয়টি ফের উসকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের এক দাবি। হোয়াইট হাউসে এক নৌশভোজে তিনি বলেন, ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তার এমন মন্তব্যে তোলপাড় ভারতের রাজনীতি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ট্রাম্পের মন্তব্যের ব্যাখা চেয়েছেন কংগ্রেস নেতা। তিনি লেখেন, যুদ্ধবিমান নিয়ে সত্য জানার অধিকার আছে দেশবাসীর। কংগ্রেস নেতার মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির তথ্য-প্রযুক্তি সেলের প্রধান অমিত মালভিয়া রাহুলকে পাকিস্তানের মুখপাত্র আখ্যা দিয়ে কটাক্ষ করেন। বলেন, কংগ্রেস নেতার মানসিকতা বিশ্বাসঘাতকের মতো। বিমান ভূপাতিত হওয়া নিয়ে ট্রাম্প কোনো দেশের নাম না নিলেও, কেন রাহুল তা ভারতের সঙ্গে জুড়ে দিচ্ছেন এই প্রশ্নও তোলেন বিজেপি নেতা। গত এপ্রিলে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে আসছে পাকিস্তান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যে ভারতে তোলপাড়
- আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:০৮:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:০৮:২১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ