ক্রিকেটে কাক্সিক্ষত উন্নতি নেই। পাকিস্তানের সময়টা খারাপ যাচ্ছে গেল কয়েক বছর ধরেই। চলমান অস্থিতিশীলতা থেকে উত্তরণের উপায় খুঁজছে দেশটি। যার প্রথম পদক্ষেপ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেট বাড়িয়েছে পাকিস্তান। দলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা লম্বা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাড়ায় জাতীয় পুরুষ ও নারী দল, শাহিনস এবং অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সংখ্যা বাড়িয়েছে পিসিবি। বাজেট অনুযায়ী পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড় সংখ্যা ২৫ থেকে বেড়ে ৩০ জন হয়েছে। যার ফলে ব্যয় ৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৯ মিলিয়ন রুপিতে। নারী দলের ক্ষেত্রে কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় সংখ্যা ১৬ থেকে বেড়ে হয়েছে ২৪ জন। ব্যয় ১২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৭.৮ মিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। গত বছর ১৬ জন খেলোয়াড়ের জন্য ৬৯ মিলিয়ন রুপি ব্যয় করেছিল পাকিস্তান। এছাড়া সিনিয়র দল, শাহিনস, অনূর্ধ্ব-১৯ ও জাতীয় নারী দলের আন্তর্জাতিক সিরিজের সংখ্যা ২৩ থেকে বেড়ে ২৬টি হয়েছে। তবে পুরুষ ও নারী দলের ঘরোয়া ইভেন্টের সংখ্যা ২৫ থেকে কমে ১৯ এ নেমে এসেছে। পুরুষদের ঘরোয়া টুর্নামেন্টের বাজেট ৩৪ শতাংশ কমিয়ে ৪৫০ মিলিয়ন রুপিতে নামিয়ে আনা হয়েছে। আগের বছর এই ব্যয় ছিল ৬৮৪ মিলিয়ন রুপি। ব্যয়বহুল চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টটি বাদ দেওয়া হয়েছে বলেই বাজেট এতটা কমেছে। নারী ঘরোয়া প্রতিযোগিতার বাজেট ৪ শতাংশ বাড়িয়ে ৩৫.৭ মিলিয়ন থেকে ৩৭.২ মিলিয়ন রুপিতে উন্নীত করা হয়েছে। পিসিবির কর্মীদের জন্যও রয়েছে সুখবর। কারণ বাজেটে তাদের বেতন বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। কর্মচারী নিয়োগ, বার্ষিক বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার জন্য মানবসম্পদ বাজেটে ৪৪৪ মিলিয়ন রুপি বরাদ্দ রাখা হয়েছে। যদিও এই বাড়তি বেতনের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, পিসিবি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ক্রিকেট বোর্ড হলেও গত বছর কর্মীদের বেতন বাড়ায়নি এবং অবসরপ্রাপ্ত টেস্ট ক্রিকেটারদের পেনশনেও কোনো বাড়তি সুবিধা দেয়নি। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থের পরিমাণ ধরা হয়েছে মোট ১৮ বিলিয়ন রুপি। বাড়তি বাজেটের সঙ্গে পিসিবির প্রাপ্ত রাজস্ব ও ব্যয়ের হিসাবের সঙ্গে অসামঞ্জস্য রয়েছে বলে কেউ কেউ আয়-ব্যয়ের ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ক্রিকেটে বাজেট বাড়ালো পিসিবি
- আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৮:১৫:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৮:১৫:২১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ