রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পেশার, সুগার লেভেল ঠিক আছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দলটির প্রেস উইং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। দু-দফায় অসুস্থ হয়ে পড়লেও তিনি মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন। সাত দফা দাবিতে গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তব্য শুরুর প্রায় সাড়ে সাত মিনিট পর তিনি পড়ে যান। পরে তিনি বসে বক্তব্য দেয়া শুরু করেন।
তবে মঞ্চে থাকা চিকিৎসকরা তাকে বক্তব্য না দেয়ার অনুরোধ করেছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমার লড়াই অব্যাহত থাকবে।
বক্তব্যের শুরুতে তিনি শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সমাবেশে বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্য, ২৪’র জুলাই যোদ্ধা, দলের নির্বাহী পরিষদের সদস্য, নায়েবে আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলামের মহাসচিব, গণ-অধিকার পরিষদের নুরুল হক নূর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম শহীদ আবরারের পিতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি জামায়াতের আমির
- আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৭:১০:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৭:১০:৫৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ