ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সৌদিতে ২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার রোনালদোকে টপকে গেলেন মেসি বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তুরস্ক সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়রথ চলছে বাংলাদেশের ‘বাংলাদেশর আরও বেশি টাকা পাওয়া উচিত’ অলিম্পিক ক্রিকেটে এশিয়া থেকে জায়গা পাবে মাত্র একটি দল ক্রিকেটে রাজনীতি, বাতিল হলো ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেটে বাজেট বাড়ালো পিসিবি স্টেডিয়ামে দর্শকদের দুর্ভোগ কমাতে নতুন উদ্যোগ বিসিবির জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজট, ভোগান্তি ১৯৭১ ও গণতন্ত্রের বিষয়ে ছাড় নয়-মির্জা ফখরুল ইসলাম আ’লীগ-বিএনপি হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে— গোবিন্দচন্দ্র গোপালগঞ্জে ৪ মামলায় আসামি ৩০০৮ গ্রেফতার ৩০৬ সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত রাজধানীতে ফুটপাত দখল করে দোকানপাট ঝুঁকিতে পথচারীরা পরিবেশ রক্ষায় বর্তমান প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে হবে— পরিবেশ উপদেষ্টা গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে লাশ কবর থেকে তোলা হবে— স্বরাষ্ট্র উপদেষ্টা ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি জামায়াতের আমির জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত— ডা. তাহের মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না— নাহিদ

মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না— নাহিদ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৭:০৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৭:০৮:৩১ অপরাহ্ন
মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না— নাহিদ
মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র- এসব জনগণ আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের মানুষ এখন সংস্কার বোঝে, সংস্কার চায়। তাই কে পিআর বোঝে, আর কে বোঝে না- এই অজুহাতে আর সংস্কার আটকে রাখা যাবে না। গতকাল শনিবার দুপুরে পর্যটন নগরী কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। এটি পরবর্তীতে শহরের পাবলিক হল মাঠে এক জনসভায় রূপ নেয়। পদযাত্রাটি কক্সবাজারসহ পাঁচটি জেলা ঘুরবে বলে জানানো হয়েছে। জনসভায় নাহিদ ইসলাম আরও বলেন, গণপরিষদের উচ্চকক্ষ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল। বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার তৈরি হতে দেওয়া হবে না। তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছেন। সেই শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই আমরা জুলাই সনদ ও সংস্কার আদায় করে ছাড়ব। সভায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা একটি নোবেল পুরস্কারের আশায় লাখ লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দিয়েছেন। এখন কক্সবাজারবাসীকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, একটি দল সংস্কারের বিপক্ষে, নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু রাষ্ট্রে গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। এজন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন ও সংস্কার করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পদযাত্রা-পরবর্তী জনসভাটি অনুষ্ঠিত হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। সভা সঞ্চালনা করেন এনসিপির সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী। এতে আরও বক্তব্য দেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এসএম সুজা, অনিক রায়, কক্সবাজারের সংগঠক রায়হান কাশেম, সাবরিনা রহিমা প্রিয়া, জিনিয়া শারমিন প্রমুখ। জনসভা শেষে বিশাল গাড়িবহরসহ এনসিপির জুলাই পদযাত্রাটি পার্বত্য জেলা বান্দরবানের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স