ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞার দায় সরকারের : ফখরুল

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০৪:২২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০৪:২২:০৬ অপরাহ্ন
সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞার দায় সরকারের : ফখরুল
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপরে যুক্তরাষ্ট্রের স্যাংশন সরকারের কারণেইবলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরতিনি বলেন, দেখুন কত বড় লজ্জার কথাৃ সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছেএটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক, শেইমগতকাল বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেনএ সময় তিনি ভারতে খুনের শিকার আওয়ামী লীগের এমপির ঘটনায় মন্তব্য করেন, সরকারের সক্ষমতা কোথায়আজিজ প্রসঙ্গে তিনি আরও বলেন, এর জন্য দায়ী কে? এর জন্য (স্যাংশন) দায়ী তো এই সরকারই, এই শাসকগোষ্ঠী... তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার জন্য এ ঘটনাটা ঘটেছেআমরা আগেই বলেছি, এর জন্য দায়ী এই শাসকগোষ্ঠী, এই সরকারতারাই তাদের বিভিন্ন কাজে ব্যবহার করেছেসেজন্য এদের (সরকার) সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নাইৃ এটাই একমাত্র পথ, বলেন বিএনপির মহাসচিবতিনি বলেন, আজকে অনেকবার বলা হয়েছে বিভিন্ন জায়গায় থেকে, মিডিয়াগুলো থেকে বিশেষ করে বাইরের মিডিয়া থেকে এই আজিজের (আজিজ আহমেদ) কথাকিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেনিশুধু তাই নয়, এখনও যেটা বলছে যে এটা নাকি রাজনৈতিক কথাবার্তাএভাবে দেশকে, একটা জাতিকে তার মর্যাদা থেকে ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া... এটার অধিকার কারও নেইসেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে ভরসার স্থল, একটি প্রতিষ্ঠানসেই সেনাবাহিনীকে সরকারের কারণে হেয়-প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই দেশের মানুষ মেনে নেবে নার‌্যাবের ওপর অতীতে নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমরা দেখলাম র‌্যাবের যেসব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এলো, তা থেকে তো তারা (সরকার) কোনো শিক্ষা নিলো নাতাদের মধ্য থেকে একজন পুলিশ বাহিনীর আইজি হয়ে গেলেনৃ এখন বোধহয় আইজি আছেনএটার কতটুকু ইমপ্যাক্ট পড়ে এ ব্যাপারে আমার ধারণা নেইএ জন্য নাই যে এই ধরনের সরকারগুলো, যারা গায়ের জোরে দখল করে, রাষ্ট্রকে ব্যবহার করে, এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, যারা তাদের ক্ষমতাটাকে চূড়ান্ত করার লক্ষ্যে এই বাহিনীগুলোকে ব্যবহার করে-এটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য, আনফরচুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, শেইমঅভিযোগ করে তিনি বলেন, আজকে এই সরকার পরিকল্পিতভাবে (বাংলাদেশকে) ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেআজকে আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের সূচকে বাংলাদেশ যে অবস্থানে গিয়ে পৌঁছেছেৃ দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে পৌঁছেছে, সেটা অত্যন্ত ন্যক্কারজনক, দুঃখজনকৃ দেশের মাথা নিচু হয়ে আসেমির্জা ফখরুল বলেন, আপনারা কি এখনও এই সরকারের সক্ষমতা দেখেন-আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে? বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, তাদের তথাকথিত একজন সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেনৃ তার কোনো খবর দিতে তারা পারলেন নানা পারলো বাংলাদেশ সরকার, না পারলো তাদের বন্ধুরাষ্ট্র ভারততাহলে আমরা কী মনে করবো? এটা একমাত্র করছে দুর্নীতি করা, বিদেশের মাটিতেৃ টাকার পাহাড় তৈরি করা-এটাই কোনো ঘটনা কিনা আমরা জানি নাঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে জীবননাশের উদ্দেশ্যে তার গাড়িতে হামলা এবং সেগুনবাগিচায় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিবসংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপুসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স