ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর নোবিপ্রবি শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস পালিত পঞ্চগড়ের আলোচিত রফিকুল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের মালামাল লুটপাট পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালিও পরিছন্নতা অভিযান জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব বেগমগঞ্জে বালিকা মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ মীরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ১০৪ কিমি. সড়কে মৃত্যুফাঁদ পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

বিএনপির সঙ্গে আপস না করে দেশ চালানো সম্ভব নয়-খায়রুল কবির

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:১৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:১৯:১৯ অপরাহ্ন
বিএনপির সঙ্গে আপস না করে দেশ চালানো সম্ভব নয়-খায়রুল কবির
নরসিংদী প্রতিনিধি বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির সঙ্গে আপস ছাড়া দেশে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সম্ভব নয়। গতকাল শনিবার দুপুরে মাধবদীতে আয়োজিত এক স্মরণসভা ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মাধবদী পৌর ছাত্রদলের কর্মী শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠান হয়। স্মরণসভায় খায়রুল কবির খোকন দাবি করেন, অন্তর্বর্তী সরকারও বিষয়টি বুঝতে পেরেই লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। যা দেশের ১৮ কোটি মানুষ ও সব রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে। তিনি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জনগণের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল, ধারণা করা হয়েছিল তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যখন নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল সংবিধান সংস্কার ও বিচারের কথা বলে, তখন দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছিল। খায়রুল কবির খোকন বলেন, বিএনপির সঙ্গে সমঝোতা ছাড়া দেশ চালানো সম্ভব না—এ উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসে। কিন্তু সেই সিদ্ধান্ত একটি ধর্মব্যবসায়ী সংগঠন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালো ভাবে নেয়নি। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে গোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা তাদের সে আশা বাস্তবায়ন হতে দেবে না। নরসিংদী জেল ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, আমাকে এক নম্বর আসামি করে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এমনকি আমাদের ক্রসফায়ারে নেওয়ার পরিকল্পনাও করেছিল ফ্যাসিস্ট সরকার। যদি এ আন্দোলন সফল না হতো, তবে আমাদের কবর রচনা হয়ে যেত। তবে আল্লাহর অশেষ রহমতে আন্দোলন সফল হয়েছে। নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শাহেন শাহ সোহেল, মাধবদী শহর যুবদলের আহ্বায়ক সুলাইমান ভূঁইয়া, সদস্য সচিব জোবায়ের নকিবসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব