
ফরিদপুরে ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা গ্রেফতার


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ২৫০ পিস ইয়াবাসহ সাহেদা বেগম (৩৮) নামে এক নারী মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সাহেদার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার দুপুরে জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ সাহেদাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে। এছাড়া তার নামে নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ