ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

এসএসসিতে অকৃতকার্যদের মার্চ টু সচিবালয় কর্মসূচিতে পুলিশের বাধা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৭:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৭:৪৭:১৮ অপরাহ্ন
এসএসসিতে অকৃতকার্যদের মার্চ টু সচিবালয় কর্মসূচিতে পুলিশের বাধা
চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলন করছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। বিকেলে তারা রওয়ানা দেয় সচিবালয়ের দিকে। এ কর্মসূচির নাম দেয় ‘মার্চ টু সচিবালয়’। বিকেল ৪টার দিকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে আন্দোলনকারী একদল শিক্ষার্থী। বিকেল সোয়া ৪টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এসময় তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশ কর্মকর্তারা পরে তাদের বুঝিয়ে চার সদস্যের প্রতিনিধিদলকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার আশ্বাস দেন। এতে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বকশিবাজারে ঢাকা বোর্ডের সামনে জড়ো হয় ফেল করা শিক্ষার্থীরা। সেখানে তারা প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ করে। তবে বোর্ড কর্তৃপক্ষের সাড়া না পেয়ে সেখান থেকে সচিবালয়ের দিকে যাত্রা করে। বিক্ষোভকারীরা বলে, শিক্ষা কার্যক্রমের সব কিছু সংস্কার না করে শুধু এসএসসির ফলাফলে সংস্কার করা হয়েছে। এতে বেশি শিক্ষার্থী ফেল করেছে। দ্রুত আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। কলেজে ভর্তির নিশ্চয়তা দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। শিক্ষার্থীদের চার দফা দাবি
১. প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে। বোর্ডভেদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
২. অকৃতকার্য শিক্ষার্থীদের অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে।
৩. এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাসের ব্যবস্থা করতে হবে।
৪. অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরে কলেজে অ্যাডমিশন নিতে পারবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স