ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফেনীতে ৩ সমন্বয়ককে পিটিয়ে আহত মেহেরপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে নিহত ৩ পণ্যের নামে বিষ কিনে খাচ্ছেন মানুষ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেন-দুদু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ব্যবসায়ীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনে ইউজিসির নতুন নীতিমালা ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া মাকে স্বাগত জানানো সবাইকে ধন্যবাদ তারেকের নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু শিল্পখাতে অশনি সংকেত ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি বাড়ি ভাড়া-চালের দামে অস্বস্তি একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান সংঘাতে ৫ শতাধিক ফ্লাইট বাতিল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে প্রতিশোধ নেয়ার নির্দেশ শাহবাজ শরিফের পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো উসকানিমূলক

কিশোরগঞ্জে লিচুগ্রামে শিলাবৃষ্টি লিচুর ফলন বিপর্যয়ে

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০২:৪৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০২:৪৪:২০ অপরাহ্ন
কিশোরগঞ্জে লিচুগ্রামে শিলাবৃষ্টি লিচুর ফলন বিপর্যয়ে কিশোরগঞ্জে লিচুগ্রামে শিলাবৃষ্টি লিচুর ফলন বিপর্যয়ে
কিশোরগঞ্জ প্রতিনিধি
লিচুগ্রাম হিসেবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের খ্যাতি দেশজুড়েতবে এবার লিচু নিয়ে হাঁকডাক ও রমরমা অবস্থা তেমন নেই গ্রামটিতেমঙ্গলবাড়িয়ার প্রধান অর্থকরী ফসল লিচুর উৎপাদন এবার ভালো হয়নিফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরাগত মৌসুমে ৮ থেকে ১০ কোটি টাকার লিচু বাণিজ্য হলেও, এই মৌসুমে এক-তৃতীয়াংশ লিচু বিক্রি হবে কিনা তা নিয়ে চাষিদের রয়েছে সংশয়দীর্ঘমেয়াদী খরা ও শেষ দিকের শিলাবৃষ্টি লিচুর ফলন বিপর্যয়ের কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা
মঙ্গলবাড়িয়াসহ আশপাশের কয়েকটি গ্রাম মিলিয়ে পাঁচ থেকে সাত হাজার ফলবতী লিচুগাছভরা মৌসুমে বেশিরভাগ গাছই এখন ফাঁকা ফাঁকাদীর্ঘমেয়াদী খরায় মৌসুমের মাঝামাঝি সময়ে অকালে ঝরে গেছে অধিকাংশ মুকুলযে লিচুগুলো গাছে ছিল, সেগুলোরও একটি বড় অংশ পড়ে যায় শিলাবৃষ্টিতেএরপরও যে লিচু গাছে টিকে আছে, সেগুলোর একটি অংশ ফেটে চৌচিরখোলসজুড়ে কালো কালো দাগএ অবস্থায় বাগানে মানুষের চেয়ে মাছি আর মৌমাছির আনাগোনা বেশিচাষি রাজিব মিয়া বলেন, লিচুর হাত ধরেই স্থানীয়দের জীবনে এসেছে সচ্ছ্বলতালিচু বাগানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেবাগানের মালিকরা মৌসুমের শুরুতেই বেশিরভাগ গাছ পাইকারদের কাছে বিক্রি করে দেনফলে লোকসানের প্রায় পুরোটাই যাবে পাইকারদের পকেট থেকেঅপর চাষি আল আমিন বলেন, ‘প্রতি বছর কয়েক লাখ টাকার বিক্রি হলেও এ বছর টানা তাপপ্রবাহের কারণে লিচুর ফলন একেবারেই কমসব মিলিয়ে ৭০ হাজার টাকার মতো বিক্রি হবেতাপপ্রবাহের শুরু থেকেই কৃষি অফিস বিভিন্ন সহায়তা ও পরামর্শ দিয়েছেযে কারণে ফলন কিচুটা হলেও ভালো হয়েছেক্ষয়ক্ষতির পরও যে অল্পপরিমাণ লিচু টিকে গেছে, সেগুলো সংগ্রহে ব্যস্ত সময় পর করছেন চাষি ও পাইকাররাসকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই কাজমঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতির কারণে লোকজনও ভিড় করছেনফলন কম হওয়ায় এবার এখানকার লিচুর দাম বেশি
মাসুদ মিয়া মৌলভীবাজার থেকে এসেছেন মঙ্গলবাড়িয়ার লিচু কিনতেতিনি মূলত একজন লিচুর পাইকারি ব্যবসায়ীএখানকার লিচুর নিয়ে মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করবেন তিনিমাসুদ মিয়া বলেন, প্রতি বছরই মঙ্গলবাড়িয়ার লিচুর একটা চাহিদা থাকে আমাদের অঞ্চলেতাইতো লিচু কিনতে দূর থেকেও চলে আসিএবছর লিচুর উৎপাদন কম হওয়ায় বেশি দামে কিনতে হচ্ছেতাই কিছুটা সংশয়ে আছি ফলটি বিক্রি নিয়েবাজারে সঠিক দাম পেলে হয়তো ব?্যবসায় পুষানো যাবেপাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর ই আলম বলেন, দীর্ঘমেয়াদী খরা ও শিলাবৃষ্টির কারণে এবার লিচুর ফলন ভালো হয়নিপ্রতিবছর এই গ্রাম থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার লিচু বিক্রি হয়এবার তীব্র তাপপ্রবাহের কারণে ফলন একেবারেই কমগতবারের তুলনায় এক-তৃতীয়াংশ ফলন হয়েছেআমরা কৃষকদের বিভিন্ন পরামর্শসহ যন্ত্রপাতি দিয়েছেযাতে তারা গাছে পানি দিতে পারেনআমি প্রায় চাষিদের বাগান মনিটরিং করেছিতারাও অনেক শ্রম দিয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু তারপরও লিচুর ফলন কম হয়েছেঠিক কত বছর আগে এবং কিভাবে মঙ্গলবাড়িয়া লিচু চাষের প্রচলন শুরু হয়েছে, তা জানা না গেলেও প্রবীণদের ধারণা, অন্তত দুইশ বছর আগে এখানে লিচু চাষ শুরু হয়প্রথমে শৌখিনতার পর্যায়ে থাকলেও গত কয়েক দশক ধরে এই গ্রামে বাণিজ্যিকভাবে শুরু হয় লিচু চাষপাশের নারান্দি, কুমারপুর, হোসেন্দি ও শ্রীরামদি গ্রামেও ছড়িয়ে পড়েছে লিচুর বাগান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য