ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্থানীয়দের বাধায় পিছু হটলো বিএসএফ মৌলভীবাজারে সীমান্তে ১৫ জনকে ‘পুশইন’ বিএসএফের আমতলীতে দুই বছরে অর্ধশতাধিক দুর্ঘটনা নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর লাশ উদ্ধার আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী রিমান্ড শেষে কারাগারে পলক ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন শেখ হাসিনাসহ ইসি কমিশনারদের বিরুদ্ধে মামলা সংস্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চায় ভাসানী অনুসারি পরিষদ ওসি আলিমের দখল ও ক্ষমতার অপব্যবহারের ভয়ঙ্কর তথ্য ফাঁস রাখাইনে মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয় : রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে ক্ষুব্ধ ছাত্র-জনতা ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা গ্যাস সরবরাহ নিশ্চিত হলে পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রফতানি সম্ভবÑ আইটিইটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা নিহত ৫ ৩ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে চট্টগ্রাম বন্দরে : আশিক চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মন্ত্রণালয় ঘেরাও

কিশোরগঞ্জে লিচুগ্রামে শিলাবৃষ্টি লিচুর ফলন বিপর্যয়ে

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৪ ০২:৪৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৪ ০২:৪৪:২০ অপরাহ্ন
কিশোরগঞ্জে লিচুগ্রামে শিলাবৃষ্টি লিচুর ফলন বিপর্যয়ে কিশোরগঞ্জে লিচুগ্রামে শিলাবৃষ্টি লিচুর ফলন বিপর্যয়ে
কিশোরগঞ্জ প্রতিনিধি
লিচুগ্রাম হিসেবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের খ্যাতি দেশজুড়েতবে এবার লিচু নিয়ে হাঁকডাক ও রমরমা অবস্থা তেমন নেই গ্রামটিতেমঙ্গলবাড়িয়ার প্রধান অর্থকরী ফসল লিচুর উৎপাদন এবার ভালো হয়নিফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরাগত মৌসুমে ৮ থেকে ১০ কোটি টাকার লিচু বাণিজ্য হলেও, এই মৌসুমে এক-তৃতীয়াংশ লিচু বিক্রি হবে কিনা তা নিয়ে চাষিদের রয়েছে সংশয়দীর্ঘমেয়াদী খরা ও শেষ দিকের শিলাবৃষ্টি লিচুর ফলন বিপর্যয়ের কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা
মঙ্গলবাড়িয়াসহ আশপাশের কয়েকটি গ্রাম মিলিয়ে পাঁচ থেকে সাত হাজার ফলবতী লিচুগাছভরা মৌসুমে বেশিরভাগ গাছই এখন ফাঁকা ফাঁকাদীর্ঘমেয়াদী খরায় মৌসুমের মাঝামাঝি সময়ে অকালে ঝরে গেছে অধিকাংশ মুকুলযে লিচুগুলো গাছে ছিল, সেগুলোরও একটি বড় অংশ পড়ে যায় শিলাবৃষ্টিতেএরপরও যে লিচু গাছে টিকে আছে, সেগুলোর একটি অংশ ফেটে চৌচিরখোলসজুড়ে কালো কালো দাগএ অবস্থায় বাগানে মানুষের চেয়ে মাছি আর মৌমাছির আনাগোনা বেশিচাষি রাজিব মিয়া বলেন, লিচুর হাত ধরেই স্থানীয়দের জীবনে এসেছে সচ্ছ্বলতালিচু বাগানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেবাগানের মালিকরা মৌসুমের শুরুতেই বেশিরভাগ গাছ পাইকারদের কাছে বিক্রি করে দেনফলে লোকসানের প্রায় পুরোটাই যাবে পাইকারদের পকেট থেকেঅপর চাষি আল আমিন বলেন, ‘প্রতি বছর কয়েক লাখ টাকার বিক্রি হলেও এ বছর টানা তাপপ্রবাহের কারণে লিচুর ফলন একেবারেই কমসব মিলিয়ে ৭০ হাজার টাকার মতো বিক্রি হবেতাপপ্রবাহের শুরু থেকেই কৃষি অফিস বিভিন্ন সহায়তা ও পরামর্শ দিয়েছেযে কারণে ফলন কিচুটা হলেও ভালো হয়েছেক্ষয়ক্ষতির পরও যে অল্পপরিমাণ লিচু টিকে গেছে, সেগুলো সংগ্রহে ব্যস্ত সময় পর করছেন চাষি ও পাইকাররাসকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই কাজমঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতির কারণে লোকজনও ভিড় করছেনফলন কম হওয়ায় এবার এখানকার লিচুর দাম বেশি
মাসুদ মিয়া মৌলভীবাজার থেকে এসেছেন মঙ্গলবাড়িয়ার লিচু কিনতেতিনি মূলত একজন লিচুর পাইকারি ব্যবসায়ীএখানকার লিচুর নিয়ে মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করবেন তিনিমাসুদ মিয়া বলেন, প্রতি বছরই মঙ্গলবাড়িয়ার লিচুর একটা চাহিদা থাকে আমাদের অঞ্চলেতাইতো লিচু কিনতে দূর থেকেও চলে আসিএবছর লিচুর উৎপাদন কম হওয়ায় বেশি দামে কিনতে হচ্ছেতাই কিছুটা সংশয়ে আছি ফলটি বিক্রি নিয়েবাজারে সঠিক দাম পেলে হয়তো ব?্যবসায় পুষানো যাবেপাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর ই আলম বলেন, দীর্ঘমেয়াদী খরা ও শিলাবৃষ্টির কারণে এবার লিচুর ফলন ভালো হয়নিপ্রতিবছর এই গ্রাম থেকে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার লিচু বিক্রি হয়এবার তীব্র তাপপ্রবাহের কারণে ফলন একেবারেই কমগতবারের তুলনায় এক-তৃতীয়াংশ ফলন হয়েছেআমরা কৃষকদের বিভিন্ন পরামর্শসহ যন্ত্রপাতি দিয়েছেযাতে তারা গাছে পানি দিতে পারেনআমি প্রায় চাষিদের বাগান মনিটরিং করেছিতারাও অনেক শ্রম দিয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু তারপরও লিচুর ফলন কম হয়েছেঠিক কত বছর আগে এবং কিভাবে মঙ্গলবাড়িয়া লিচু চাষের প্রচলন শুরু হয়েছে, তা জানা না গেলেও প্রবীণদের ধারণা, অন্তত দুইশ বছর আগে এখানে লিচু চাষ শুরু হয়প্রথমে শৌখিনতার পর্যায়ে থাকলেও গত কয়েক দশক ধরে এই গ্রামে বাণিজ্যিকভাবে শুরু হয় লিচু চাষপাশের নারান্দি, কুমারপুর, হোসেন্দি ও শ্রীরামদি গ্রামেও ছড়িয়ে পড়েছে লিচুর বাগান
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের ফ্ল্যাট দেবে সরকার