বিসিসিআইয়ের হাতে ঝুলে আছে ধোনির ক্রিকেট ভাগ্য
স্পোর্টস ডেস্ক
চলতি আইপিএলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। নিজেদের শেষ ম্যাচেও শেষ চারে ওঠার সুযোগ ছিল চেন্নাইয়ের। তবে বেঙ্গালুরুর সঙ্গে পেরে ওঠেনি তারা। গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পরই একটি প্রশ্ন ওঠে, তাহলে কী এটাই ধোনির শেষ ম্যাচ ছিল? তবে ধোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন তার সাবেক সতীর্থ আম্বাতি রায়ডু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে চেন্নাই সুপার কিংস বরাবরই শক্ত প্রতিপক্ষ। তারা একাধিকবার বেঙ্গালুরুকে হারিয়েছে। কিন্তু গত রোববার বেঙ্গালুরুর কাছে শেষ মুহূর্তে গিয়ে হেরেছে ধোনির দল। ২৭ রানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে চেন্নাই। চেন্নাইয়ের বিদায়ের পর ধোনিও কী আইপিএলকে বিদায় বলে দিলেন? অবশ্য এখন পর্যন্ত অবসরের কোন কথা বলেননি চেন্নাইয়ের সাবেই এই অধিনায়ক। এদিকে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম ধোনির অবসর পরিকল্পনাতে বড় ভূমিকা নিতে পারে। আগামী মৌসুমেও যদি নিয়মটি অব্যাহত থাকে তবে ধোনি হয়তো আরও এক মৌসুম চালিয়ে যেতে পারেন। আর এই নিয়ম বাতিল করা হলে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারের আগামী বছরের আইপিএলে ফেরা কঠিন হতে পারে। এমনটাই মনে করেন আম্বাতি রায়ডু।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ