ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৪৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৪৩:৪৪ পূর্বাহ্ন
বঞ্চিতদের পদোন্নতির পুনর্বিবেচনায় সাত শতাধিক কর্মকর্তা
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূতাপেক্ষ পদোন্নতির জন্য সাত শতাতিক আবেদন পুনর্বিবেচনা করছে। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বঞ্চিত কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গত ফেব্রুয়ারিতে ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়। আর পুনর্বিবেচনা করা হচ্ছে গত দেড় দশকে বঞ্চিত আরো সাত শতাধিক কর্মকর্তার পদোন্নতির আবেদন। পাশাপাশি উচ্চ আদালতে রিটের রায় বাস্তবায়নে আরো অর্ধশতাধিক কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতির বিষয়ে যাচাই-বাছাই কার্যক্রম চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার পদোন্নতি বঞ্চিত ৭৭৬ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতির আবেদন পুনর্বিবেচনা করার পাশাপাশি হাইকোর্টে রিটের রায় বাস্তবায়নে আরো ৫১ কর্মকর্তার পদোন্নতি বিবেচনা করা হচ্ছে। ভূতাপেক্ষ পদোন্নতির আবেদন কমিটির মাধ্যমে রিভিউ করা হচ্ছে। এ-সংক্রান্ত দুটি কমিটি হয়েছে। একটির কাজ শেষ হলেও আরেকটি কাজ শুরু করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে সাচিবিক দায়িত্ব পালন করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রজ্ঞাপন আকারে তালিকা প্রকাশ করা হবে।
সূত্র জানায়, বিগত সরকারের শাসনামলে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির আবেদন পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের ১৬ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করে। পাঁচ সদস্যের রিভিউ কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। আর এ সময়ের মধ্যে কমিটিকে সুপারিশ চূড়ান্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশনা রয়েছে। তাছাড়া গত ৩ জুন ভূতাপেক্ষ পদোন্নতি-সংক্রান- যাচাই-বাছাইয়ের জন্য নতুন কমিটি গঠন হয়। এ বিষয়ে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে রিট আবেদনকারী কর্মকর্তাদের উচ্চতর পদে ভূতাপেক্ষ পদোন্নতির জন্য প্রাপ্যতা নির্ধারণের বিষয়ে এ কমিটি কাজ করবে। কমিটি ‘কেস টু কেস’ পর্যালোচনাপূর্বক পদোন্নতির বিষয়ে সুপারিশ করা হবে। উচ্চ আদালতে একটি রিটের রায় নিয়ে ৫১ জন ভূতাপেক্ষ পদোন্নতির জন্য আবেদন করেছেন।
এদিকে ভূতাপেক্ষ পদোন্নতি রিভিউ কমিটির প্রধানজাকির আহমেদ খান জানান, বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে সব কাগজপত্র রেডি হচ্ছে। পুরো সুপারিশের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। প্রথম পর্যায়ের কিছু হয়েছে। এখন প্রশাসন বাদে যেসব ক্যাডার রয়েছে তাদের বিষয়টি পর্যালোচনা হচ্ছে। কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন সে বিষয়টি নিশ্চিত করা হবে। তারা সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সবাই পদোন্নতিটাই পাচ্ছেন কিন্তু কেউ চাকরি ফিরে পাচ্ছেন না। অর্থাৎ তারা ডেজিগনেশনটা এবং আর্থিক সুবিধাপ্রাপ্ত হবেন।
অন্যদিকে এ প্রসঙ্গে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের যুগ্ম-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী জানান, বিগত ২০০৯ সাল থেকে যারা পদোন্নতিবঞ্চিত ছিল তাদের বিষয়ে সিদ্ধান্তের জন্য আলাদা কমিটি রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ওই কমিটি প্রতিবেদন দাখিল করবে। আর কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা আদালতের মাধ্যমে ভূতাপেক্ষ পদোন্নতির রায় পেয়েছেন। তাদের বিষয়ে পর্যালোচনার জন্য আরেকটি কমিটি হয়েছে। ওই কমিটি তাদের বিষয়ে সিদ্ধান্ত দেবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স