ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব ষড়যন্ত্রের বেড়াজালে বিএনপি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কনটেইনারের স্তূপ উত্তরা বিআরটিএ অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ দুর্নীতি ও জাল-জালিয়াতি প্রকল্পের টাকায় চলছে মেট্রোরেল পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বরগুনায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর নোবিপ্রবি শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস পালিত পঞ্চগড়ের আলোচিত রফিকুল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার চিলমারী দীঘলকান্দি আশ্রয়ণের মালামাল লুটপাট পোরশায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‌্যালিও পরিছন্নতা অভিযান জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব বেগমগঞ্জে বালিকা মাদ্রাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ মীরসরাইয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ১০৪ কিমি. সড়কে মৃত্যুফাঁদ পাইকগাছায় শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আদমদীঘিতে ন্যায্যমূল্যে ওএমএসের আটা বিক্রি উদ্বোধন

বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৭:৩৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৭:৩৯:১৯ অপরাহ্ন
বাংলাদেশে সাহসী সংস্কারেই টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সম্ভব : জোহানেস জুট
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষ করেছেন। সফর শেষে তিনি জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো বাস্তবায়নে বিশ্বব্যাংক সবসময় পাশে থাকবে এবং জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধিতে সরকারের গৃহীত সাহসী সংস্কারের প্রশংসা করেন। গতকাল বুধবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জোহানেস জুট জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে তিন বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে। এ অর্থ ব্যয় হচ্ছে স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন, সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং আর্থিক ও সরকারি খাত সংস্কারে। তিনি বলেন, বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। এখানকার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম উন্নত ভবিষ্যতের জন্য অত্যন্ত আগ্রহী। বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারত্বের মাধ্যমে আমরা এদেশে কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে সহায়তা করেছি। ভবিষ্যতেও আমরা অর্থনীতি ও জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়তা করবো। সফরকালে তিনি অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূতসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় দেশের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়। স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে বিশ্বব্যাংক। এ পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) আওতায় বাংলাদেশে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান, সুদমুক্ত ঋণ ও স্বল্প সুদের ঋণ দিয়েছে সংস্থাটি। এসব অর্থ দেশের অগ্রাধিকার খাতগুলোর উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। বিশ্বব্যাংক জানিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশ যেন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

দেশজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব