ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’ সাইমন টোফেলকে নিয়োগ দিলো বিসিবি কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে নুর ভালো আছেন তবে ব্যথা আছে -ঢামেক পরিচালক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ফের রাজনীতিতে বাড়ছে উত্তাপ হলে রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহার চায় বাম ছাত্রসংগঠনগুলো পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার ‘বাঘ’ আসতে বাধা কোথায় ১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা চবিতে সংঘর্ষে আহত দেড় শতাধিক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন মেলেনি ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি আগামীকাল

সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৭:৩২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৭:৩২:৫৭ অপরাহ্ন
সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনেই বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যায় জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের সদস্যদের যেন সে দেশের আইনেই বিচার করা হয়। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই আন্দোলনের ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এমনটি বলেন।
সীমান্ত হত্যা নিয়ে এখন সরকার নমনীয় কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মোটেই নমনীয় নয়। আমরা স্পষ্টভাবে বলছি যে, সীমান্তে কেউ আইনভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই। তিনি বলেন, আমরা এর বিচারও দাবি করেছি। যারা এই কাজ করছে, তাদের যেন ভারতীয় আইনে বিচার করা হয়। এটাই আমাদের অবস্থান, আমরা নিয়মিত এ নিয়ে প্রতিবাদ জানিয়েও আসছি।
বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশ-ইন করা হচ্ছে-তাদের ফেরত পাঠানো হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের ফেরাতে আমাদের কোনো চেষ্টা করতে হবে না। তাদের নাগরিক,  তারাই ফিরিয়ে নেবে। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। 
তিনি বলেন, ভারতীয় নাগরিকদের পুশ-ইন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ জানিয়েছেন। ভারতের নাগরিক যারা আছেন, তারা অবশ্যই ফেরত যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রসেস করতে একটু সময় লাগবে।
বাংলাদেশে ভারতের পুশ-ইন অব্যাহত আছে। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, পুশ-ইন চলছে, তবে ভারতের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট আছে, এটি তার পরিপন্থী। তাদের একাধিকবার বলেছি, তোমাদের সঙ্গে একটি মেকানিজম আছে, তোমরা তালিকা দেবে, আমরা সেটা দেখব। 
তিনি বলেন, আমাদের লোক হলে আমরা অবশ্যই ফেরত নেব। আর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা সম্প্রতি বেশ কিছু নাগরিককে ফেরত নিয়েছিও। আমরা ইনসিস্ট করছি, তারা যেন এই পদ্ধতি বজায় রাখে। আমাদের প্রত্যাশা এমনটাই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স