ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভেজা চোখে ম্যানইউ ছাড়লেন অ্যান্টনি সাড়ে ৫ ঘণ্টা বিলম্ব হলো বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ভারতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত পাকিস্তানের সাথে জয় পেলো আফগানরা বিসিবির নির্বাচনে মুখোমুখি বুলবুল-তামিম গত ৫ বছরে ৪৬৫ কোটি টাকা ভাগাভাগি পদ্মা-মেঘনা-যমুনায় অদৃশ্য শক্তি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-গয়েশ্বর সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে, আশা শিক্ষা উপদেষ্টার নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার ডাকসুর প্রার্থীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে কমিটি ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল ৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ আতঙ্ক কাটেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নুরুকে হত্যার উদ্দেশে আঘাত করা হয়েছে

নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৭:২৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৭:২৫:৪৩ অপরাহ্ন
নিয়োগ-পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় যাচাই প্রথা বাতিলের সুপারিশ
সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার প্রথা বাতিলের সুপারিশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। আলোচ্য সূচির পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত আলোচনায় বিগত সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় বলা হয়, পদোন্নতির ক্ষেত্রে পুলিশ বা কোনো গোয়েন্দা বিভাগের কাছে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার প্রথা বাতিল করার জন্য সুপারিশ করা হলো। কারণ জনপ্রশাসনের রাজনীতিকরণ স্তর থেকেই শুরু হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষিত হওয়ার পূর্বে কোনো প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন করা যাবে না। এতে বলা হয়, বিসিএস পরীক্ষায় কৃতকর্য হওয়ার পরে জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগের পূর্বে পুলিশ বিভাগের কাছে শুধু সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কি না সে সম্পর্কে প্রতিবেদন চাইবে। প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনে প্রতিবেদন চাইতে পারে। পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম পাবলিক সার্ভিস কমিশনের পরিবর্তে প্রার্থীর যোগদানকৃত মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হবে। এছাড়া পাসপোর্ট, দ্বৈত নাগরিকত্ব, সমাজসেবা সংস্থা বা এনজিওর বোর্ড গঠন ইত্যাদি নাগরিক সেবার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম বাতিল করার জন্য সুপারিশ করা হলো। একজন নাগরিকের জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র থাকলে তার বিষয় নিষ্পত্তি করা যেতে পারে। সভায় এ বিষয়ে দুটি সিদ্ধান্ত হয়। চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার প্রথা বাতিল করতে হবে। বাংলাদেশি নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব ব্যতীত সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রথা এরই মধ্যে বাতিল করা হয়েছে বলে জানানো হয়। চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার প্রথা বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ। সভার সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া শুরুতে বলেন, সংস্কার কমিশন কর্তৃক আশু বাস্তবায়নযোগ্য সুপারিশমালা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে প্রতিষ্ঠান যে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশ সময়ের মধ্যে ১৮টি সুপারিশ আসু বাস্তবায়নযোগ্য বিবেচনা করে ঐকমত্য কমিশন সেগুলো দ্রুত বাস্তবায়নের প্রস্তাব করে। এ লক্ষ্যে গত ১৬ জুন একটি সভা অনুষ্ঠিত হয় এবং সভায় প্রাথমিকভাবে ৮টি সুপারিশ বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবশিষ্ট ১০টি সুপারিশ নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়। পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি অবশিষ্ট ১০টি সুপারিশের মধ্যে একটি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স