ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জ রণক্ষেত্র, ৪ জন নিহত, ৯ জন গুলিবিদ্ধসহ আহত অর্ধশত দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিনাজপুর কারাগারে এক কয়েদির মৃত্যু পেট্রোল পাম্পে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের নির্দেশনা শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসীকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা ডা. বাচ্চু সততা ও শৃঙ্খলার পথে আনতে কাজ করছেন এসিল্যান্ড কুষ্টিয়ায় পৃথক অভিযানে বিদেশি পিস্তল-শর্টগানসহ আটক ২ ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটের সিদ্ধান্ত এনবিআরের বান্দরবানে যুবক হত্যা, একই পরিবারের ৫ জন গ্রেফতার ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯ হাজার কৃষক নেছারাবাদে সন্ত্রাস, মাদক ব্যবসা ও জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন আনানসহ অন্যান্য খুনিদের গ্রেফতারের দাবি পরিবারের সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে- রেজাউল করিম নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে- ফারুক বিদ্যুৎ চুক্তিতে ক্যাপাসিটি চার্জ কমানোর উদ্যোগ জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে- রেজাউল করিম

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১০:২১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১০:২১:১৩ পূর্বাহ্ন
সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে মানুষের ঢল নামবে- রেজাউল করিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মো. রেজাউল করিম বলেছেন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ একটি জনস্রোতে পরিণত হবে। সমাবেশকে ঘিরে সারাদেশে ব্যাপক সাড়া পড়েছে এবং এটি এক বিশাল জনসমাগমে রূপ নেবে ইনশাআল্লাহ। গতকাল বুধবার সকালে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, এই জনসমাবেশের অন্যতম প্রধান লক্ষ্য হলো অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি এবং রাজনৈতিক মাঠে সমান সুযোগ তৈরির জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্রের নামে যারা হাজার হাজার মানুষকে খুন, গুম ও পঙ্গু করেছে—তাদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাসহ সব ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সব গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানান। ড. রেজাউল করিম বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, আমরা এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছি। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ গড়ে উঠেছিল, সেখানে আর হত্যাকাণ্ড, গুম, সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান নেই। তাই আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষের বাংলাদেশ। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থা। ১৯ জুলাইয়ের এই সমাবেশ সেই রূপান্তর ও নবনির্মাণের সূচনার দিন হবে ইনশাআল্লাহ। তিনি সবাইকে এই সমাবেশে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানান। জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে ড. রেজাউল করিম জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ের যে চেতনা ও নির্দেশনা রয়েছে, তা থেকেই এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এ সমাবেশে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আগামী বাংলাদেশ কেমন হবে, সেই রূপরেখা তুলে ধরবেন। পথসভাটি পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। সভায় উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, থানা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, জামায়াত নেতা আবুল হাসেম মুন্সী, আব্দুল হক এবং শ্রমিক নেতা আমিনুল ইসলামসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স