ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১০:০৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১০:০৯:৪১ অপরাহ্ন
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল
বার্সেলোনার উদীয়মান ফুটবল তারকা লামিনে ইয়ামাল নিজের ১৮তম জন্মদিন পালন করতেই চেয়েছিলেন ধুমধাম করে। তবে সেই আয়োজন এখন ঘিরে ধরেছে বিতর্কের ঝড়। জন্মদিনের পার্টিতে বামন প্রতিবন্ধী শিল্পীদের (বামন) পারফর্মার হিসেবে আমন্ত্রণ জানানোয় স্পেনের সমাজ অধিকার মন্ত্রণালয় বিষয়টি তদন্তের জন্য রাষ্ট্রীয় প্রসিকিউটর দপ্তরে সুপারিশ করেছে। ঘটনাটি ঘটেছে বার্সেলোনা শহরের ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত অলিভেলা নামক এক ছোট শহরে। যেখানে ইয়ামাল একটি ভাড়া করা প্রাসাদোপম বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, বামন শিল্পী এবং বার্সেলোনার বেশ কয়েকজন সতীর্থ খেলোয়াড়। স্প্যানিশ ‘অ্যাসোসিয়েশন অব পিপল উইথ আখনড্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াস (এডিইই)’ অভিযোগ করেছে, ইয়ামালের এই আয়োজন “২১ শতকের জন্য একেবারেই অগ্রহণযোগ্য এবং এটি প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মানহানি করে।’’ স্পেনের সমাজ অধিকার, ভোক্তা বিষয়ক ও ২০৩০ এজেন্ডা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিবন্ধী অধিকার বিভাগ নিশ্চিত করেছে, এডিইই একটি আইনি অভিযোগ দায়ের করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, “তদন্তের জন্য প্রসিকিউটর দপ্তরে অনুরোধ জানানো হয়েছে, যাতে খতিয়ে দেখা যায় এই ঘটনায় স্পেনের প্রচলিত আইন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার লঙ্ঘিত হয়েছে কি না।” এডিইই-এর মতে, “বিনোদনের অংশ হিসেবে বামন শিল্পীদের দিয়ে পারফর্ম করানো কেবল একটি নেতিবাচক সামাজিক বার্তাই দেয় না, বরং এটি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বিদ্রƒপ ও উপহাসের মনোভাবকে উসকে দেয় এবং তাদের মর্যাদা ও অধিকারকে খাটো করে।” সংগঠনটি আরও জানায়, “এই ধরনের কার্যকলাপ স্পেনের প্রচলিত আইন এবং মানবিক মর্যাদা ও সাম্যের নীতির পরিপন্থী। আইন অনুযায়ী, ‘‘যেকোনো অনুষ্ঠান বা বিনোদনমূলক কার্যক্রম যেখানে প্রতিবন্ধী ব্যক্তি বা অন্য কোনো গোষ্ঠীকে উপহাস বা বিদ্রƒপের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তা স্পষ্টভাবে নিষিদ্ধ।’’ তবে অন্য এক দিক থেকে এসেছে ভিন্ন মত। স্প্যানিশ রেডিও স্টেশন ‘আরএসি-১’ কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই পার্টিতে অংশ নেওয়া এক বামন পারফর্মার জানান, “আমরা কোনো অসম্মানবোধ করিনি। শান্তিপূর্ণভাবেই কাজ করেছি। আমরা স্বাভাবিক মানুষ, যারা নিজের ইচ্ছেমতো কাজ করি। এটি সম্পূর্ণ বৈধ। আমাদের কাজ বিনোদন দেওয়া। এটা কি শুধু আমাদের শারীরিক গঠন কারণে আমরা করতে পারব না? আমাদের সীমানা আমরা জানি। আমরা খেলনা বা সার্কাসের অংশ নই।” তিনি জানান, পুরো অনুষ্ঠান ছিল মাত্র এক ঘণ্টার, এরপর পারফর্মাররা অতিথিদের সঙ্গে মিশে গিয়েছিলেন। “আমরা অনুষ্ঠানে নেচেছি, পানীয় পরিবেশন করেছি, ম্যাজিক দেখিয়েছি, অনেক ধরণের বিনোদন দিয়েছি। সবাই অনেক মজা করেছে।” প্রসঙ্গত, লামিন ইয়ামাল এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে প্রতিভাবান তরুণ ফুটবলারদের একজন। কিন্তু তার জন্মদিনের ব্যক্তিগত আয়োজন এখন সামাজিক ও আইনি প্রশ্নে পরিণত হয়েছে, যেখানে বিনোদনের সীমা, মর্যাদা ও বৈষম্য; তিনটি বিষয় মুখোমুখি দাঁড়িয়ে গেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স