ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুষ্ঠু ভোটের পরিবেশ চান সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান-বাবর খালাস আস্থার সংকটে প্রশাসন ও অর্থনীতি অন্তর্বর্তী সরকারের দায়হীন কর্মকাণ্ডে বিপন্ন মানবাধিকার ক্ষমতা বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি- জামায়াত গাইবান্ধায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর দুদকের মামলায় খালাস মীর নাসির ও মীর হেলাল রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে এগিয়ে আসার আহ্বান স্বর্ণ ব্যবসায়ীরাই টার্গেট ডাকাতদের গ্রেফতার ৭ আদাবরে পুলিশের ওপর হামলা কারাগারে ১১ আসামি নির্বাচন না হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হবে- সাইফুল হক প্রধান শিক্ষকের ২১৬৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল দাবি ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭ সিদ্ধান্তহীনতায় আটকে আছে পরিবহন চালকদের বিশ্রামাগার তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই ভেজাল ওষুধ সেবনে বাড়ছে মৃত্যুর হার পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পোরশায় বিএনপি'র উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:১৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:১৪:৪৫ অপরাহ্ন
ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ
ঢাকার আকাশে সকাল থেকেই টানা বর্ষণ। সেই বৃষ্টির মধ্যেই এক ব্যতিক্রমী নাটক উপহার দিলো মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হলেও শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় পাশের অনুশীলন মাঠে। আর এই ‘দুই মাঠের এক ম্যাচে’ শান্তি মারডির দুর্দান্ত হ্যাটট্রিকে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ। গতকাল বিকেল ৩টায় যখন ম্যাচ শুরু হয়, তখন মাঠ ছিল পুরোপুরি কাদায় পরিপূর্ণ। খেলোয়াড়দের স্পাইক আটকে যাচ্ছিল, বল গড়িয়ে না গিয়ে থমকে যাচ্ছিল পানিতে। একাধিকবার পড়ে যাচ্ছিলেন ফুটবলাররা। এমনকি গোলরক্ষকেরও ছিল রীতিমতো সংগ্রাম। প্রথমার্ধে খেলাটাই যেন হয়ে উঠেছিল একটা ‘সার্কাস’। খেলা নয়, ছিল কেবল বলের পেছনে দৌড়ানো। এই অস্বাভাবিক পরিস্থিতিতে বিরতির পর খেলা বন্ধ রাখা হয় তিন ঘণ্টা। তিনবার মাঠ পরিদর্শন করেন ম্যাচ কমিশনার, দুই দলের প্রতিনিধিরাও ছিলেন তাতে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচ স্থানান্তরের। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দ্বিতীয়ার্ধ শুরু হয় অনুশীলন মাঠে। অনুশীলন মাঠে দর্শকদের জন্য ছিল না কোনো গ্যালারি। তারা দাঁড়িয়ে থেকে দেখেছেন ম্যাচ, কিন্তু মিডিয়া পাস থাকা সাংবাদিকরাও পাননি পর্যাপ্ত ব্যবস্থা। এমন ‘আধা-গোপনীয়’ ম্যাচে বাংলাদেশের জয় কেবল স্কোরবোর্ডে নয়, মনেও ছাপ ফেলে। ম্যাচের সপ্তম মিনিটেই গোল তুলে নেন শান্তি মারডি। বৃষ্টিজনিত বাধা পেরিয়ে দ্বিতীয়ার্ধে ফিরে এসে আরও দু’টি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৬০ ও ৭৯ মিনিটে নিজের বাকি দুই গোলটি করেন। এক গোল আসে মুনকি আক্তারের পা থেকে। ৭৬ মিনিটে মধ্যমাঠ থেকে একক প্রচেষ্টায় জালে বল পাঠান তিনি। ভুটান একমাত্র সান্ত্বনার গোলটি করে ম্যাচের ৫৩ মিনিটে। গোলদাতা সানগাই ওয়াংমো সাময়িকভাবে ম্যাচে সমতা আনলেও তা ধরে রাখতে পারেনি তার দল। বাংলাদেশ কোচ পিটার বাটলার এ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথ বেছে নেন। নেপালের বিপক্ষে খেলা দলের বেশিরভাগকেই বিশ্রামে রেখে মাঠে নামান নতুনদের। অধিনায়ক ছিলেন সুরমা জান্নাত। গোলবারে দেখা যায় মিলি আক্তারকে। মাঠের বাইরে ছিলেন নিয়মিত মুখরা-সাগরিকা (লাল কার্ডে নিষেধাজ্ঞায়), নবিরন, রিতা, স্বপ্না, পূজা ও সিনহা শিখা। এই জয়ে টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেয়েরা অনেকটাই এগিয়ে গেল চ্যাম্পিয়ন হওয়ার পথে। প্রতিযোগিতায় এটি তৃতীয় হ্যাটট্রিক। সাগরিকা ও নেপালের পূর্ণিমা রায়ের পর শান্তি মারডির নামও যোগ হলো এই তালিকায়। এমন অস্বাভাবিক পরিস্থিতির ভেতরেও মেয়েদের দৃঢ়তা আর খেলার প্রতি ভালোবাসা যেন বারবার বলে দেয়; বাংলাদেশ নারী ফুটবল এগিয়ে চলেছে, কাদা-মাটি পেরিয়ে ভবিষ্যতের দিকে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স