ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৮:৩৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৮:৩৪:১২ অপরাহ্ন
বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার
‘তোমার হলো শুরু, আমার হলো সারা’। সাকিব আল হাসানকে নিয়ে তানজিম হাসান সাকিব এমনটি বলতেই পারেন। সাকিবের অধীনেই খেলা শুরু জাতীয় দলে। আজ যখন সাকিব আল হাসান নেই, তখন তিনি নিজেই অলরাউন্ডারের ভূমিকা নিতে বদ্ধপরিকর। সাকিব আল হাসানও আশাবাদী, ছোট সাকিব অর্থাৎ তানজিম হাসান সাকিব হয়ে উঠবেন একজন অলরাউন্ডার। এ মুহূর্তে বাংলাদেশের পেস আক্রমণের বড় ভরসা তানজিম। একইসাথে ব্যাট হাতেও রাখছেন ভূমিকা। ব্যাটিং অর্ডারে প্রমোশন না পেলেও লোয়ার অর্ডারে যখনই সুযোগ পাচ্ছেন ছোটখাটো ক্যামিওতে দলে ভূমিকা রাখার চেষ্টা করছেন। সম্প্রতি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস তানজিমকে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কথা জানান। এ বিষয়ে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, ‘দলে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে খুবই ভালো। সাকিব (তানজিম) ব্যাটিং ভালো করছে। বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে দলের প্রয়োজনে ও রান করতে পেরেছে। বোলিং ভালো, ভালো ফিল্ডারৃসব মিলিয়ে আক্রমণাত্মক। এদেরকে একটু ভূমিকা রাখতে দিলে আমার বিশ্বাস দলটা অনেক ভালো হবে।’ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ছোট সাকিবের সম্ভাবনা দেখছেন বড় সাকিব। শুধু তানজিম সাকিব নন, সবারই খোঁজখবর রাখেন সাকিব। জিএসএল খেলতে এখন গায়ানায় তিনি, সেখানে খেলা দেখার সুযোগ না থাকলেও হাইলাইটস দেখতে ভুলেন না। লাইভ ম্যাচ চলাকালে চোখ রাখেন লাইভ স্কোরে। বললেন, ‘এখানে এই সিরিজের খেলা সরাসরি দেখা যায় না। হাইলাইটস দেখি, স্কোর দেখে খেলা ফলো করার চেষ্টা করি। খোঁজখবর রাখি।’ এ সময় সাকিব টি-টোয়েন্টির হার্ড হিটিং ব্যাটিং নিয়েও কথা বলেন। তিনি জানান, ‘সামর্থ্য আমাদের দলের সবার আছে। কিন্তু মাঠে কাজটা কীভাবে করবে, এটা ওদের বুঝতে হবে। কোন অপশনে গেলে আমাদের ‘লো রিস্ক, হাই বেনিফিট’, তা জানতে হবে। ওপরে-নিচের ব্যাটিং ভালো আছে। ওপেনার যারাই আছে, আক্রমণাত্মক। সমানে পিটায়, দেখতেও ভাল্লাগে (হাসি)। জাকের, শামীমরা যদি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, মাঝখানের ওভারের ওই কাজটুকু কেউ করে দিলেই হবে।’ তবে মিডল অর্ডার নির্ভর টি-টোয়েন্টি দলে মিডল অর্ডার বলে কোনো ভূমিকাই দেখছেন না তিনি। দ্রুত রান তোলার উপায় জানিয়ে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টিতে আসলে মিডল অর্ডার বলে কিছু নেই। হয় টপ অর্ডার, নয় মারার জায়গা। এক, দুই, তিন নম্বর ব্যাটসম্যান খেলবে নতুন বলে আর মাঝের ওভারে। বাকিরা খেলবে শেষ ১০ ওভার। এখানে মাঝের ওভার বলেও আসলে কিছু নেই।’ সাকিব মনে করেন, ৭ থেকে ১২ ওভার পর্যন্ত টপ অর্ডার কোনো ব্যাটার দলের দায়িত্ব নিলেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স