শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগেই সুখবর পেলেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগস্পিনার আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ। গতকাল প্রকাশিত হালনাগাদ টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন রিশাদ। দুই টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ৪ উইকেট। শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারাও ৯ ধাপ এগিয়ে বোলারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেওয়া লঙ্কান বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডো ২২ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ৪৮তম স্থানে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৪৫তম অবস্থানে এসেছেন লিটন দাস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলকে জেতানো ৭৬ রানের ইনিংস খেলেন টাইগার অধিনায়ক। ওপেনার পারভেজ হোসেন ইমন ১২ ধাপ উন্নতি করে ৮৫তম স্থানে উঠে এসেছেন। এদিকে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ডের জো রুট। লর্ডসে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। রুট পেছনে ফেলেছেন তারই সতীর্থ হ্যারি ব্রুককে। রুট এক নম্বরে আসায় দুইয়ে নেমে গেছেন ব্রুক। এ নিয়ে অষ্টমবার টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন রুট। গত ১১ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ব্যাটার হিসেবে শীর্ষে উঠলেন ৩৪ বছর বয়সী রুট। ২০১৪ সালে ৩৭ বছর বয়সে শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। লর্ডসে হ্যাটট্রিক করা অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি করে ছয়ে উঠে এসেছেন। ৯ রানে ৬ উইকেট নেওয়া আরেকে পেসার মিচেল স্টার্ক বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ১০ নম্বর অবস্থানে আছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ
- আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৮:০৩:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৮:০৩:০১ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ