অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) নিয়ে হওয়া চুক্তিতে অসংলগ্নতা রয়েছে, সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। দুটি বৈঠকেই সভাপতিত্বে করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। এর কাজ চলছে। তিনি বলেন, আমাদের এলএনজির অপর্যাপ্ততা আছে, আমরা এলএনজি আনছি। এলএনজি আমদানির বিষয়ে একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো বিদেশি কোম্পানি আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটি নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করব। সেজন্য আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি বিষয় আছে। এক তরফা তো এটা করা যাবে না, বলেন অর্থ উপদেষ্টা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা
- আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:২২:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:২২:২৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ