ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জন্মদিন উদযাপন করে সমালোচনার মুখে পড়লেন ইয়ামাল বিশ্বকাপজয়ী আলমাদাকে দলে ভেড়াচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ ভুটানের সাথে জয় পেলো বাংলাদেশ ৪৩ বছর বয়সে ‘দ্য হান্ড্রেডে’ অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের শাস্তির সম্মুখীন হলেন স্টোকসরা বড় সাকিবের প্রত্যাশা; ছোট সাকিবও হবে অলরাউন্ডার ঢাকায় পৌঁছালো পাকিস্তান দল টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিলো রিশাদ বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত শতকোটি টাকা ব্যয়ে হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাইয়ের চেতনায় একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার রাজনৈতিক অস্থিরতার প্রভাব শেয়ারবাজারে ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও বাছাইয়ে ফেল এনসিপি যৌক্তিক শুল্ক প্রত্যাশা বাংলাদেশের ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার-খাদ্য উপদেষ্টা ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে-অর্থ উপদেষ্টা এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা পঞ্চদশ সংশোধনীতে হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন : বদিউল আলম মজুমদার নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫

এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:২১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:২১:৫৬ অপরাহ্ন
এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চূড়ান্ত সুখবর-পরিবেশ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নি?য়ে একটা চূড়ান্ত সুখবর দিয়ে যে?তে পারবো। এরই মধ্যে গণশুনানির মাধ্যমে তিস্তা তীরবর্তী মানুষের মতামত নি?য়ে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার বাম তীর পরিদর্শনে গি?য়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। তিস্তা চুক্তির প্রসঙ্গ টেনে রিজওয়ানা বলেন, ২০১১ সালে সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির বিষয়ে কাজ করা হ?য়ে?ছিল। তবে সেই চুক্তিটা এখনও স্বাক্ষর করা যায়নি। সেই কাজ এখনও চলমান আছে। তিস্তা মহাপ?রিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিস্তা নদীর যে গতি-প্রকৃতি তা অনেকটাই আমা?দের ওপর নির্ভর ক?রে না, নির্ভর করে উজানের দেশের (ভারত) ওপর। তিস্তা যেহেতু আমা?দেরও, ভা?টির দেশের (বাংলাদেশ) জনগণ হি?সে?বে, এই জনপদের মানুষ হি?সেবে আমা?দেরও একটা অধিকার আছে। আমা?দের দেশের একটা অধিকার আছে। সেটা আমরা কীভাবে সুরক্ষিত রাখ?তে পারি এ জন্য ২০১৬ সালে চীনের সঙ্গে একটা স্মারক হয়ে?ছিল। কিন্তু সেটাও বেশিদূর এগোয়নি। তিস্তা মহাপ?রিকল্পনার সু-সংবাদ দি?য়ে উপদেষ্টা বলেন, আমরা তিস্তা নি?য়ে গণশুনানি করেছি। জনগ?ণের মতামত সন্নিবেশিত ক?রে পরিকল্পনা তৈরি করে সরকারের অন্য দুটা যে পর্যায় আছে তার এক?টিতে দেওয়া হ?য়ে?ছে। তারা এখন অন্যটিতে পাঠিয়ে দেবে। তারা অক্টোবরের দি?কে একটা ডিজাইন দেবে। তারপর কী পরিমাণ টাকা লাগবে, কেমন সময় লাগবে এসব নি?য়ে দুই দেশের মধ্যে দর কষাকষি হবে, কথা হবে। তারপর তিস্তা মহাপ?রিকল্পনার একটা চুক্তি আশা করি, ক?রে যে?তে পারি। তিস্তা তীরবর্তী বাসিন্দাদের স্থায়ী বাধের দাবির পরিপ্রেক্ষিতে রিজওয়ানা হাসান বলেন, আমাদের দেড় বছরের সরকারের কাছে যদি এতকিছু চান তাহলে কীভাবে হবে! যদি স্থায়ী বাঁধ হয়ও তবু তো শেষ কর?তে ৩ থেকে ৫ বছর সময় লাগবে। আপাতত বিপদটা কাটাবার জন্য আমরা এই কাজটা (চলমান প্রকল্প) শুরু করেছি। কাজের প্রত্যেকটা পর্যায়ে আমরা স্থানীয় মানুষ?দের সম্পৃক্ত করছি যা?তে অনিয়ম না হয়, ঠিকভাবে যা?তে কাজটা হয়। উপদেষ্টার তিস্তা তীর প?রিদর্শনকা?লে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বো?র্ডের নির্বাহী প্রকৌশলী রা?কিবুল হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মচারীরা। এরপর উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়ক পথে কুড়িগ্রাম ত্যাগ করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স