
ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে
- আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০১:০৮:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০১:০৮:৫০ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষক পাঠানোর উপযুক্ত পরিবেশ আছে কিনা সেটি যাচাই করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করতে পারে। প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল আসার বিষয়ে ইতোমধ্যে সরকার অনুমতি দিয়েছে। দলটি বাংলাদেশে এলে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তাও দেবে সরকার বলে জানিয়েছে একাধিক সূত্র। একটি কূটনৈতিক সূত্র জানায়, প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল আসার অনুমতির জন্য তারা আমাদেরকে মে মাসে চিঠি দিয়েছে, আমরা জুন মাসে সেটি দিয়ে দিয়েছি। তারা আমাদেরকে জানিয়েছে দলটি সম্ভাব্য সেপ্টেম্বরে আসতে পারে। তবে, এখনও দিনক্ষণ ঠিক হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি অনুসন্ধানী দল পূর্ণাঙ্গ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করেছিল। রিকার্ডো চেলেরির নেতৃত্বে ছয় সদস্যের ওই দলটিকে সম্ভাব্য পর্যবেক্ষণের লজিস্টিক, নিরাপত্তা এবং বাজেট সংক্রান্ত বিষয়গুলো মূল্যায়নের জন্য পাঠানো হয়েছিল। তারা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা এবং সংখ্যালঘু সংগঠনসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে শতাধিক বৈঠক করেছিল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ