ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-আমীর খসরু বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে-তারেক রহমান গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি-শিরীন পারভিন বিদেশ থেকে খালি হাতে ফিরছে প্রতারণার শিকার কর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু

বক্স অফিসে চলছে ডাইনোসর-সুপারম্যান লড়াই

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৭:৩০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৭:৩০:৪২ অপরাহ্ন
বক্স অফিসে চলছে ডাইনোসর-সুপারম্যান লড়াই
বক্স অফিসে চলছে রীতিমতো মহাযুদ্ধ। একদিকে সুপারহিরো ‘সুপারম্যান’, অন্যদিকে বিশালাকার ডাইনোসর নিয়ে ফিরেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। বিশ্বব্যাপী রাজস্বে দাপট দেখাচ্ছে দুই ছবিই। তবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে ডাইনোসরের দল। জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ মুক্তির প্রথমেই আয় করেছে ২১৭ মিলিয়ন ডলার। এর মধ্যে ১২২ মিলিয়ন এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আর ৯৫ মিলিয়ন ডলার অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে। তবে আন্তর্জাতিক বাজারে প্রত্যাশার তুলনায় উপস্থিতি কিছুটা কম। বিশ্লেষকদের মতে, সুপারম্যানের ‘ট্রুথ, জাস্টিস অ্যান্ড দ্য আমেরিকান ওয়ে’ ধাঁচটি কিছু দেশে এখনও জনপ্রিয় না হওয়াই এর কারণ। এই ছবিতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট। লোইস লেন হিসেবে দেখা গেছে র?্যাচেল ব্রসনাহানকে। খলনায়ক লেক্স লুথারের ভূমিকায় আছেন নিকোলাস হোল্ট। গল্পে দেখা যায়, এক প্রযুক্তি বিলিয়নিয়ার সুপারম্যানকে সমাজের চোখে দোষী বানাতে চাইছে। সুপারম্যান চেষ্টা করছে প্রমাণ করতে যে সে সত্যিকারের নায়ক, মানুষ ও মানবতার পক্ষেই দাঁড়ায়। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে এসেও দুর্দান্তভাবে চলছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। সারা বিশ্বে ছবিটি ইতিমধ্যে ৫২৯ মিলিয়ন ডলার আয় করেছে। শুধু দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক বাজার থেকেই এসেছে ৬৮ মিলিয়ন ডলার। চীনে ছবিটি দারুণ শুরু করেছিল ২৫ মিলিয়ন ডলার দিয়ে। সেখানে ‘সুপারম্যান’ আয় করেছে মাত্র ৬.৬ মিলিয়ন ডলার। নতুন এই জুরাসিক সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, জোনাথন বেইলি এবং মাহারশালা আলি। তৃতীয় অবস্থানে আছে ব্র্যাড পিটের রেসিং ড্রামা ‘এফ১: দ্য মুভি’। ছবিটি এরই মধ্যে ৩৯৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এটি এখন পর্যন্ত অ্যাপল স্টুডিওর সর্বোচ্চ আয়ের সিনেমা। ডিজনির লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’ও রীতিমতো চমক দেখাচ্ছে। ছবিটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৯৯৪ মিলিয়ন ডলার আয় করেছে, যা এক বিলিয়ন ডলারের মাইলফলকের একেবারে কাছাকাছি। এই সাফল্য ডিজনির জন্য বড় স্বস্তির বিষয়। কারণ পিক্সারের ‘এলিও’ বিশ্বব্যাপী মাত্র ১১৭ মিলিয়ন ডলার আয় করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে, গ্রীষ্মের বক্স অফিসে চলছে চরম প্রতিযোগিতা। সুপারম্যানের পক্ষে রয়েছে পুনর্গঠিত ডিসি ইউনিভার্সের ভবিষ্যৎ আর ডাইনোসরের পেছনে রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। শেষ পর্যন্ত কে জিতবে এই লড়াই, তা বলবে সময়ই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স