ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

বক্স অফিসে চলছে ডাইনোসর-সুপারম্যান লড়াই

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৭:৩০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৭:৩০:৪২ অপরাহ্ন
বক্স অফিসে চলছে ডাইনোসর-সুপারম্যান লড়াই
বক্স অফিসে চলছে রীতিমতো মহাযুদ্ধ। একদিকে সুপারহিরো ‘সুপারম্যান’, অন্যদিকে বিশালাকার ডাইনোসর নিয়ে ফিরেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। বিশ্বব্যাপী রাজস্বে দাপট দেখাচ্ছে দুই ছবিই। তবে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে ডাইনোসরের দল। জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ মুক্তির প্রথমেই আয় করেছে ২১৭ মিলিয়ন ডলার। এর মধ্যে ১২২ মিলিয়ন এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আর ৯৫ মিলিয়ন ডলার অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে। তবে আন্তর্জাতিক বাজারে প্রত্যাশার তুলনায় উপস্থিতি কিছুটা কম। বিশ্লেষকদের মতে, সুপারম্যানের ‘ট্রুথ, জাস্টিস অ্যান্ড দ্য আমেরিকান ওয়ে’ ধাঁচটি কিছু দেশে এখনও জনপ্রিয় না হওয়াই এর কারণ। এই ছবিতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড করেনসওয়েট। লোইস লেন হিসেবে দেখা গেছে র?্যাচেল ব্রসনাহানকে। খলনায়ক লেক্স লুথারের ভূমিকায় আছেন নিকোলাস হোল্ট। গল্পে দেখা যায়, এক প্রযুক্তি বিলিয়নিয়ার সুপারম্যানকে সমাজের চোখে দোষী বানাতে চাইছে। সুপারম্যান চেষ্টা করছে প্রমাণ করতে যে সে সত্যিকারের নায়ক, মানুষ ও মানবতার পক্ষেই দাঁড়ায়। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে এসেও দুর্দান্তভাবে চলছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। সারা বিশ্বে ছবিটি ইতিমধ্যে ৫২৯ মিলিয়ন ডলার আয় করেছে। শুধু দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক বাজার থেকেই এসেছে ৬৮ মিলিয়ন ডলার। চীনে ছবিটি দারুণ শুরু করেছিল ২৫ মিলিয়ন ডলার দিয়ে। সেখানে ‘সুপারম্যান’ আয় করেছে মাত্র ৬.৬ মিলিয়ন ডলার। নতুন এই জুরাসিক সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, জোনাথন বেইলি এবং মাহারশালা আলি। তৃতীয় অবস্থানে আছে ব্র্যাড পিটের রেসিং ড্রামা ‘এফ১: দ্য মুভি’। ছবিটি এরই মধ্যে ৩৯৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এটি এখন পর্যন্ত অ্যাপল স্টুডিওর সর্বোচ্চ আয়ের সিনেমা। ডিজনির লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’ও রীতিমতো চমক দেখাচ্ছে। ছবিটি এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৯৯৪ মিলিয়ন ডলার আয় করেছে, যা এক বিলিয়ন ডলারের মাইলফলকের একেবারে কাছাকাছি। এই সাফল্য ডিজনির জন্য বড় স্বস্তির বিষয়। কারণ পিক্সারের ‘এলিও’ বিশ্বব্যাপী মাত্র ১১৭ মিলিয়ন ডলার আয় করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে, গ্রীষ্মের বক্স অফিসে চলছে চরম প্রতিযোগিতা। সুপারম্যানের পক্ষে রয়েছে পুনর্গঠিত ডিসি ইউনিভার্সের ভবিষ্যৎ আর ডাইনোসরের পেছনে রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। শেষ পর্যন্ত কে জিতবে এই লড়াই, তা বলবে সময়ই।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স