ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের মাদরাসায় ইংরেজি চর্চা করা উচিত : ধর্ম উপদেষ্টা বছরের পর বছর অপেক্ষা মিলছে না ড্রাইভিং লাইসেন্স মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী কাং সিও হা বক্স অফিসে চলছে ডাইনোসর-সুপারম্যান লড়াই মারা গেছেন বরেণ্য অভিনেতা ধীরাজ কুমার এক সিনেমাতেই চার ভিন্ন রূপে দেখা যাবে আল্লু অর্জুনকে আবারও বক্স অফিসে ঝড় তুললো ‘সিতারে জামিন পার’ মেহজাবীনকে কটাক্ষ: ‘অপেক্ষায় থাকেন’ জবাব অভিনেত্রীর! রায়হান রাফীর সঙ্গে কাজ করে হতাশ রুবেল কনার ডিভোর্সের সাক্ষ্য দিলেন নুসরাত ফারিয়া! নারী আসন ও সংসদ পদ্ধতি নির্ধারণে ঐকমত্য হয়নি মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের প্রস্তাবনায় আইনজীবীদের ক্ষোভ নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতে ভোট চায় বিএনপি বিএনপি-এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি

রায়হান রাফীর সঙ্গে কাজ করে হতাশ রুবেল

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৫৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৫৩:৪৬ অপরাহ্ন
রায়হান রাফীর সঙ্গে কাজ করে হতাশ রুবেল
ওটিটি প্ল্যাটফর্মে আসা নিজের প্রথম কাজ নিয়েই আক্ষেপ করলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। রায়হান রাফী পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নিয়ে শুরুতে আশাবাদী থাকলেও মুক্তির পর তেমনটা অনুভব করেননি তিনি। রুবেলের কথায়, ‘এই প্রজেক্টে কাজ করাটা ঠিক হয়নি।’ ২০২৫ সালের প্রথম দিনে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পায় ‘ব্ল্যাক মানি’। বছর শুরুর অন্যতম আলোচিত কনটেন্ট ছিল এটি। বিশেষ করে রুবেলকে দীর্ঘদিন পর ভিন্ন মাধ্যমে দেখার আগ্রহ ছিল দর্শকদের মধ্যে প্রবল। নিজেও শুরুতে ছিলেন উৎসাহী। সিরিজ ঘোষণার সময় এক সংবাদ সম্মেলনে রুবেল বলেছিলেন, ‘রাফীর কাজ দেখে ভালো লেগেছে। মনে হয়েছিল, তার সঙ্গে কাজের সুযোগ এলে করব। সেই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’ তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিন্ন সুরে কথা বলেন রুবেল। তার ভাষায়, ‘যে ভাবনা থেকে ‘ব্ল্যাক মানি’তে কাজ করেছিলাম, সেটা বাস্তবায়ন হয়নি। আমাকে ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এতটুকু জায়গার জন্য আমাকে ব্যবহার করা হয়েছে যা আমার জন্যই ক্ষতিকর, নির্মাতার জন্যও। এমনকি দর্শকও হতাশ হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ভক্তরা সরাসরি বলেছেন, এমন ছোট পরিসরের উপস্থিতির জন্য আমাকে কাজ করা উচিত হয়নি। এরপর আরও দুটি কাজের প্রস্তাব এসেছিল, কিন্তু মনোযোগ দিতে পারিনি। এখন স্ক্রিপ্ট ভালো না হলে করব না। যদি আমাকে নেওয়া হয়, তাহলে পূর্ণ সুযোগ দিয়েই কাজ করাতে হবে।’ বর্তমান সময়ের নির্মাতাদের নিয়ে রুবেলের অভিমত, ‘এখনকার বেশিরভাগ নির্মাতাই নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে চান না। সেই গণ্ডি ভাঙলে তারা আমাকে পাবেন। অন্যথায় কাজ করব না। ফাইট ডিরেকশন কিংবা যৌথভাবে ভালো কিছু করা যেতেই পারে। কিন্তু কেউ সেসব করছে না। তাই আমিও সরে আছি।’ আপাতত কারাতের ট্রেনিং নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেতা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স