বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। তবে গুঞ্জন আছে, এখনও কনা ও তার স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। এদিকে কনার ডিভোর্সের একটি উকিল নোটিসের কপি গণমাধ্যমের হাতে এসেছে। সেখানে দেখা যায় কনার ডিভোর্সে দুইজন সাক্ষী হয়েছেন। তাদের একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অন্য একজন গোলাম মোর্শেদ নামের এক ব্যক্তি। অভিনেত্রী নুসরাত ফারিয়া গায়িকা কনার খুব ঘনিষ্ঠ বন্ধু। কনার স্বামী গহীনের সঙ্গেও তার ভাল সম্পর্ক ছিল। বিভিন্ন সময় এই তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। ব্যক্তিজীবনে নুসরাত ফারিয়া ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেন। ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। কিন্তু সেই শুভক্ষণ আর এলো না। বিয়ে না করার বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে স্পষ্ট করেছেন অভিনেত্রী। জুলাই আন্দোলনে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় ২০৭ নম্বর অভিযুক্ত ছিলেন তিনি। তাই গেল ১৮ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করে পুলিশ। পরের দিনই অবশ্য জামিনে বেরিয়ে আসেন তিনি। নুসরাত ফারিয়াকে সর্বশেষ গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা গেছে। এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। এই সিনেমা দিয়ে অর্ধযুগ পর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজ করেছেন ফারিয়া।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কনার ডিভোর্সের সাক্ষ্য দিলেন নুসরাত ফারিয়া!
- আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৫৩:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৬:৫৩:০৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ