ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী কাং সিও হা বক্স অফিসে চলছে ডাইনোসর-সুপারম্যান লড়াই মারা গেছেন বরেণ্য অভিনেতা ধীরাজ কুমার এক সিনেমাতেই চার ভিন্ন রূপে দেখা যাবে আল্লু অর্জুনকে আবারও বক্স অফিসে ঝড় তুললো ‘সিতারে জামিন পার’ মেহজাবীনকে কটাক্ষ: ‘অপেক্ষায় থাকেন’ জবাব অভিনেত্রীর! রায়হান রাফীর সঙ্গে কাজ করে হতাশ রুবেল কনার ডিভোর্সের সাক্ষ্য দিলেন নুসরাত ফারিয়া! নারী আসন ও সংসদ পদ্ধতি নির্ধারণে ঐকমত্য হয়নি মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের প্রস্তাবনায় আইনজীবীদের ক্ষোভ নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতে ভোট চায় বিএনপি বিএনপি-এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা জনমনে বাড়ছে আস্থাহীনতা প্রতিনিয়তই জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবেÑ স্বরাষ্ট্র উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবেÑ রিজওয়ানা কক্সবাজার সৈকতে পর্যটক বাড়লেও নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেই মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক জড়িত- রিজভী

বিএনপি-এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:৫৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:৫৩:২২ অপরাহ্ন
বিএনপি-এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি
* বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা চলছে: ফখরুল * চাঁদাবাজ, সন্ত্রাসের’ দল বিএনপিকে প্রতিহত করার আহ্বান নাহিদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। গত ৯ জুলাই চকবাজারের ব্যস্ত সড়কে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে এবং ইট-পাথর দিয়ে মাথা ও শরীর থেঁতলে হত্যার এই ঘটনায় স্তব্ধ পুরো দেশ। ইতোমধ্যে আলোচিত এ ঘটনায় নিজ দলের কর্মীদের রক্ষায় একে অপরের উপর দোষ চাপিয়ে পাল্টা-পাল্টি বক্তব্যে দিয়ে রীতিমতো বাকযুদ্ধে নেমে পড়েছে বিএনপি ও এনসিপির নেতারা। এর আগে দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, সংসদ নির্বাচনের সময়সীমা, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারসহ নানা ইস্যুতে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যে এখন প্রতিদিনই বাগযুদ্ধ হয়েছে। দল গঠনের আগেও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগ ও ‘জুলাই প্রোক্লেমেশন’সহ নানা বিষয়ে বিএনপির অমিল তৈরি হয়। সেই ধারাবাহিকতায় দল দুটির মধ্যে চলমান পাল্টাপাল্টি বক্তব্যে দেশের রাজনীতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। বরাবরের মতো বিএনপি চায় দ্রুত নির্বাচন, আর এনসিপি চায় আগে সংস্কার ও শেখ হাসিনার বিচার। এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবিও নাকচ করে দিয়েছে বিএনপি। এদিকে, পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার ঘটনায় ব্যাপকভাবে চাপে পড়েছে দলটি। এ ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলেও বিএনপি তীব্র সমালোচনার মুখে পড়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় হামলা, খুন, দখল, অর্থ দাবি, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, দলীয় পদপদবি নিয়ে সংঘর্ষের ঘটনায় এমনিতেই বিব্রত দলটির নেতারা। দুষ্কৃতকারীদের অপরাধের দায় দল নেবে না বিএনপির নেতারা আগে এ কথা বলে এলেও একশ্রেণির নেতাকর্মীর বেপরোয়া কর্মকাণ্ড দলটি নিয়ন্ত্রণ করতে পারছে না। যার কারণে লাল চাঁদ হত্যাকাণ্ডের পর বিএনপিকে লক্ষ্য করে ক্ষোভ-বিক্ষোভ ও নিন্দা-প্রতিবাদ বাড়ছে। এর আগে গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। সূত্রমতে, আগামী ত্রয়োদ্বশ জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই ঘোষণাপত্রসহ কয়েকটি বিষয়ে যখন অন্য দলগুলোর সঙ্গে বিএনপির মতবিরোধ চলছিল; সে সময়ে পুরান ঢাকার এ হত্যাকাণ্ড বিএনপিকে রাজনৈতিকভাবে বেশ বেকায়দায় ফেলেছে। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যে জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব সংগঠন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ও সংগঠন। বিএনপি নিজেও এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই নির্মম ঘটনাটি (লাল চাঁদ হত্যাকাণ্ড) দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। এর দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। এদিকে, মিটফোর্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দৃষ্টামূলক শাস্তি দাবি করেছে বিএনপি। তারপরও অশ্লীল শব্দে মোড়ানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে ঘিরে মিছিল এবং স্লোগান দিচ্ছে এনসিপিসহ বিএনপি বিরোধী নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তারেক রহমানের নাম উল্লেখ করে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিয়েছেন। গত ১১ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে তারেক রহমানকে উদ্দেশ করে লিখেছেন, সবাই খারাপ আর উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। একই দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ফেসবুকে লেখেন, প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নিবেন না, ধন্যবাদ। তার এমন স্ট্যাটাস নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সরকারের একজন উপদেষ্টা পদে থেকে এই সরকারের আমলে এমন একটি হত্যাকাণ্ডের দায় না নিয়ে বরং এ সময়কে তিনি প্রস্তর যুগের সঙ্গে তুলনা করে অথবা অতীত থেকে শিক্ষা না নেওয়ার কথা উল্লেখ করে আদতে বিএনপির উপরই দায় চাপানোর চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। দায় চাপানোর এই রাজনৈতিক চর্চাও বেশ পুরোনো বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা প্রশ্ন তুলছেন, সমসাময়িক সময় ঘটে যাওয়া খুলনায় যুবদল কর্মীকে গুলি করে ও রগ কেটে হত্যা কিংবা চাঁদপুরে মসজিদে ইমামকে কুপিয়ে আহত করার ঘটনাগুলো নিয়ে নীরব থেকে কেন কিছু বিশেষ দল এবং গোষ্ঠীর সমর্থক এবং নেতারা শুধুমাত্র মিটফোর্ডের হত্যাকাণ্ড নিয়েই সরব হয়ে উঠেছেন? রাজনৈতিক সংশ্লিষ্টরা সন্দেহ প্রকাশ করছেন, বিএনপিকে কোণঠাসা করার লক্ষ্যে এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যেই কি মিটফোর্ডের ঘটনাকে হাতিয়ার বানানো হচ্ছে? পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একটি হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধীর ক্ষেত্রে আমাদের দলের অবস্থান জিরো টলারেন্স। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করার পরও সমস্ত দায় যেভাবে বিএনপির উপর চাপানো হচ্ছে, এটা নোংরা রাজনৈতিক চর্চা। দল হিসেবে যেটুকু আমাদের এখতিয়ারে আছে, আমরা করেছি। সরকারকেও সহযোগিতা করছি। আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো এখন সরকারের। বিএনপি বা তার অঙ্গসংগঠন কোনো অপরাধীকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। এদিকে এই হত্যাকাণ্ডে ঘটনায় সিসিটিভি ফুটেজে যাদের জড়িত দেখা গেছে, তাদের তিনজনকে বাদ দিয়ে পুলিশ নিরপরাধ তিনজনকে আসামি করেছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। গত ১২ জুলাই স্বেচ্ছাসেবক দল ও যুবদলের এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারা কেন এ তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করলো, এটা জানতে চাই। বুধবারের ঘটনা, প্রচার হলো শুক্রবার। দুদিন পর কেন? সেটাও আমাদের প্রশ্ন। সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে, তাদের সবাইকে গ্রেফতার করা উচিত। বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা চলছে: রাজধানী ঢাকার মিটফোর্ডে লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চলছে। মির্জা ফখরুল জানান, এ নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য বিএনপি উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যারা প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং তা জনসম্মুখে প্রকাশ করবেন। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেললে লিখিত বক্তব্যে পাঠকালে তিনি এসব কথা বলেন। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি বিবেকবান রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ না থাকা সত্ত্বেও যাদের নামে থানায় অভিযোগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে এরই মধ্যে দলীয় শৃঙ্খলার আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজাহারের অসঙ্গতি ও আইনি পদক্ষেপের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব জানান, নিহত সোহাগের পরিবারের পক্ষ থেকে এরই মধ্যে মামলার এজাহারের অসঙ্গতি প্রসঙ্গে বক্তব্য দেওয়া হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, উল্লেখিত তিন অপরাধীর নামের স্থলে এমন তিনজনের নাম সংযুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। মির্জা ফখরুল বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে। তিনি বলেন, কুমিল্লার মুরাদনগরে সংঘটিত তিনটি নৃশংস হত্যাকাণ্ড, কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা, খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রগকাটার মতো হত্যাকাণ্ডের ক্ষেত্রে সবার প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিল কি না সে প্রশ্নও তোলা যেতে পারে। মির্জা ফখরুল বলেন, প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে, আইনপ্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এরূপ ঘটনার কোনো প্রতিরোধ না হওয়া এবং বিনা বাধায় ভিডিও ধারণ অনেক প্রশ্নের জন্ম দেয়। তিনি বলেন, পুলিশের বক্তব্য অনুযায়ী, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি। এনসিপির নেতাদের সঙ্গে মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের ছবি আছে : মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ হত্যাকাণ্ডে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া মাহিনের ছবি রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে, বিএনপির সঙ্গে নয়। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ সমাবেশে মির্জা আব্বাস বলেন, এ ঘটনার সঙ্গে বাস্তবে ও সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পর্কই নেই। আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এ মুহূর্তে। মাহিন নামে যে ছেলেটি ধরা পড়েছে, এই ছেলেটির সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের ছবি রয়েছে। আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই ছেলের সঙ্গে ওদের ছবি রয়েছে। এসময় বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে বানানো বলে মনে হচ্ছে। তা সামনে এনে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে। কিন্তু বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে অন্যদের সংশ্লিষ্টতা ধরা পড়ে গেছে। তিনি আরও বলেন, এনসিপির নেতাদের সঙ্গে মাহিনের ছবি স্পষ্ট প্রমাণ করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে। আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে আওয়ামী লীগের দিকে। যত ষড়যন্ত্রই করা হোক, বিএনপিকে জনগণের মন থেকে সরানো যাবে না। বিএনপি চাঁদাবাজ ও মুজিববাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে: বাহাত্তরের মুজিববাদী সংবিধান টিকিয়ে রেখে বিএনপি চাঁদাবাজ ও মুজিববাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। এই দলটিকে এখনই প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসের সামনে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এক পথসভায় নাহিদ এই আহ্বান জানান। এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশে মুজিববাদ বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি। এখন সেই মুজিববাদের সংবিধান, বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দলে তৈরি হয়েছে, সন্ত্রাসদের দলে তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ ও মুজিববাদের সেই পাহারাদারদেরও প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এই তরুণ নেতা বলেন, গণ-অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম মাফিয়া, দুর্নীতিবাজ সিস্টেমের পতন ঘটাতে হবে। কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব হয়েছে। সেই সিস্টেম, চাঁদাবাজি-দুর্নীতি আগে একটা দল পাহারা দিত। এখন আরেকটা দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম, চাঁদাবাজিকে আরেকটা দিল টিকিয়ে রেখেছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমরা শুধু হাসিনার পতন নয়, সেই দুর্নীতি, মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলীন ও নতুন রাজনীতির বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। সেই নতুন বন্দোবস্তের প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা এখন নেমেছি। এরআগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রশাসনকে নিতে হবে। তিনি বলেন, আবু সাঈদ হত্যা আওয়ামী লীগকে দুর্বল করেছিল, আর সোহাগ হত্যায় বিএনপির মসনদও ধ্বংস হচ্ছে। শনিবার বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগর শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ফয়জুল করীম বলেন, বিএনপি এখন পর্যন্ত তিন হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করলেও চাঁদাবাজি, খুন ও জুলুম কমেনি। বহিষ্কার কেবল লোক দেখানো ব্যবস্থা মাত্র। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটোই ‘দুর্নীতি-খুনের ফ্যাক্টরি’। তিনি আরও বলেন, আবরার, ফাহাদদের হত্যাকারীরা একসময় দেশের মেধাবী ছাত্র ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের খুনিতে পরিণত করেছে। হাজারো মেধাবী তরুণ রাজনীতির নামে ধর্ষক ও চাঁদাবাজে পরিণত হচ্ছে। মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে ফয়জুল করীম অভিযোগ করেন, পুলিশ বিষয়টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভিডিও ভাইরাল হলে গ্রেফতার’ এখনকার নিয়ম এমন। তিনি সকল নেতাকর্মীকে জোর দেন জুলুমমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে উদ্দেশ করে ১২ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন বলেছেন, দেশে ফিরে বিএনপিকে চাঁদাবাজমুক্ত করুন। তিনি বলেন,? বিএনপিকে জনগণের আস্থাভাজন হয়ে উঠতে না পারলে তাদেরকেও জুলাইয়ে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।? জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা শক্তি হিসেবে যা আমরা কখনই চাই না। আকরাম অভিযোগ করেন, পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে যুবদলের সন্ত্রাসীরা পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করেছে। এ ঘটনায় পুরো জাতি স্তম্ভিত ও বাকরুদ্ধ। সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যুবদলের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কী মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে। এদিকে, গুপ্ত সংগঠন’ কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এই বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স