ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মারা গেলেন জনপ্রিয় কে-ড্রামা অভিনেত্রী কাং সিও হা বক্স অফিসে চলছে ডাইনোসর-সুপারম্যান লড়াই মারা গেছেন বরেণ্য অভিনেতা ধীরাজ কুমার এক সিনেমাতেই চার ভিন্ন রূপে দেখা যাবে আল্লু অর্জুনকে আবারও বক্স অফিসে ঝড় তুললো ‘সিতারে জামিন পার’ মেহজাবীনকে কটাক্ষ: ‘অপেক্ষায় থাকেন’ জবাব অভিনেত্রীর! রায়হান রাফীর সঙ্গে কাজ করে হতাশ রুবেল কনার ডিভোর্সের সাক্ষ্য দিলেন নুসরাত ফারিয়া! নারী আসন ও সংসদ পদ্ধতি নির্ধারণে ঐকমত্য হয়নি মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ গঠনের প্রস্তাবনায় আইনজীবীদের ক্ষোভ নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতে ভোট চায় বিএনপি বিএনপি-এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে-আইন উপদেষ্টা জনমনে বাড়ছে আস্থাহীনতা প্রতিনিয়তই জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবেÑ স্বরাষ্ট্র উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবেÑ রিজওয়ানা কক্সবাজার সৈকতে পর্যটক বাড়লেও নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেই মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক জড়িত- রিজভী
শিক্ষার্থী ১০ শিক্ষক-কর্মচারী ১২

নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১২:৫৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১২:৫৭:৪৫ অপরাহ্ন
নাম তার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়
স্বরূপকাঠি থেকে এম. ইসলাম জাহিদ পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কাগজে-কলমে ১৩০ জন দেখানো হলেও বাস্তবে শ্রেণিকক্ষে পাওয়া যায় গড়ে মাত্র ৭-১০ জন। অথচ এখানে রয়েছেন ৯ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ছয় জন শিক্ষার্থী, পাস করে মাত্র একজন। ৬ জনের মধ্যে ৫ জনই বিবাহিত। স্থানীয়রা বলছেন, এমন ভয়াবহ ফলাফল ও শিক্ষার্থী সংকটের জন্য দায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পর্ষিয়া রানী হালদার ও বিদ্যালয়ের কেরানি আব্দুল জলিলের অনিয়মতান্ত্রিক পরিচালনা। প্রতি মাসে দু’একদিনে সারা মাসের হাজিরা দেয়া হয়। শ্রেণিকক্ষে নেই শিক্ষার্থী, তবু হাজিরা খাতায় উপস্থিতি। সাম্প্রতিক সময়ে সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, ষষ্ঠ ও নবম শ্রেণির কক্ষে কোনো শিক্ষার্থী নেই। কক্ষগুলো ধুলায় ঢাকা। দশম শ্রেণিতে দুইজন, অষ্টমে পাঁচজন এবং সপ্তমে তিনজন শিক্ষার্থী ছিল। অথচ হাজিরা খাতায় অনেক নাম থাকা সত্ত্বেও বাস্তবে তারা উপস্থিত নয়। শিক্ষকদের কাছে যখন শ্রেণিশিক্ষকের নাম জানতে চাওয়া হয়, কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। হাজিরা খাতা দেখাতেও গড়িমসি করেন তারা। পরবর্তীতে খাতা দেখে পাওয়া যায়, বহু ছাত্রীর নাম রয়েছে যারা দীর্ঘদিন বিদ্যালয়ে আসে না, এমনকি কেউ কেউ আদৌ এই স্কুলের ছাত্রী নন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মালা দাস জানান, প্রতিদিন গড়ে ১০-১২ জন শিক্ষার্থী উপস্থিত হয়, কখনও তা নেমে আসে ৭-৮ জনে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পর্ষিয়া রানী হালদার নিজের ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করছেন। কেরানি আব্দুল জলিলের প্রভাব এতটাই যে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাও তার কথার বাইরে যেতে পারেন না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পর্ষিয়া রানী হালদার স্বীকার করেন, আমাদের স্কুলে শিক্ষার্থী কম, তাই কাগজে-কলমে সংখ্যা বেশি দেখাতে হয়। জলিলের বাড়ি কাছেই, আমার দূরে। তাই তার কথাই মানতে হয়। এ বিষয়ে নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, আমি এখানে নতুন যোগ দিয়েছি। অচিরেই তদন্ত করে ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের ফল বিপর্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে। খুব শিগগিরই অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে বৈঠক ডাকা হবে। পিরোজপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিভাবকদের প্রশ্ন বিদ্যালয়ে শিক্ষার্থী নেই, অথচ শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন কীভাবে উত্তোলন হচ্ছে? স্থানীয়দের দাবি প্রশাসনের হস্তক্ষেপেই কেবল বিদ্যালয়ের অনিয়ম ও সংকট নিরসন সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য