ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে তারাকান্দায় ব্যক্তি মালিকানায় জমির উপর দিয়ে সরকারি রাস্তার প্রকল্প মামলা প্রত্যাহার না হলে বিএনপির সংবাদ বর্জনের হুঁশিয়ারি সংবাদিকদের সরকার সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে যশোর ক্ষণিকা পিকনিক কর্নারে বছরে কোটি টাকা লুটপাট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে- আমীর খসরু অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের সার মজুতে বাফার গোডাউন নির্মাণ প্রকল্প এখনো শেষ হয়নি ভাঙনের কবলে উপকূলবাসী লাল চাঁদ হত্যার বিচারে বিশ্বাসযোগ্য তদন্ত ও দৃষ্টান্তমূলক সাজার দাবি- মির্জা ফখরুল শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই খুলে নিয়ে গেলো জামা-জুতাও অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে- তারেক রহমান দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ চোখে অশ্রু-কণ্ঠে একরাশ হতাশা

বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৬:৪৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৬:৪৮:০০ অপরাহ্ন
বাউল সংগীতে হৃদয় ছোঁয়া কণ্ঠস্বর রফিক সরকারের
বাংলা লোকসংগীতের মঞ্চে আজ যাদের নাম উচ্চারিত হয়, রফিক সরকার তাদের অন্যতম। শৈশব থেকেই গান ছিল তার নেশা, আর সেই নেশাই একদিন তাকে পৌঁছে দেয় আন্তর্জাতিক খ্যাতির দরজায়। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতেন। স্কুলে মঞ্চে গান গেয়ে তিনি বহুবার পুরস্কৃত হন। তার গানে এমন মাধুর্য ছিল যে, শ্রোতারা মুগ্ধ হয়ে দোয়া করতেন তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য।
এক সময় বাউল সম্রাট পাগল মনির সাহেবের গান শুনে গভীরভাবে অনুপ্রাণিত হন রফিক সরকার। তিনি স্বয়ং পাগল মনিরের কাছে গিয়ে কদমবুচি করে বলেন, আমি আপনাকে আমার গানের ওস্তাদ হিসেবে হৃদয়ে স্থান দিতে চাই। পাগল মনির বলেন, তুমি একটা সুর দাও। রফিক গেয়ে ওঠেন “কইরো তোমার ঝলক মারিয়া, ওই রূপ তোমার ঝলক মারিয়া”। তার কণ্ঠের মাধুর্যে আপ্লুত হয়ে পাগল মনির তাকে বুকে টেনে নেন এবং মাথায় হাত রেখে দোয়া করেন : “তুমি একদিন বাংলার প্রখ্যাত বাউল শিল্পী হবে। তোমার নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে।”
ওস্তাদের সেই আশীর্বাদই যেন সত্যি হয়। ধীরে ধীরে রফিক সরকারের গান ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। ইউটিউবে তার শতাধিক অ্যালবামের গান রয়েছে, যার অনেকগুলোই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তার উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো : ভালোবাসার প্রতিদান, বড় মায়া লাগে, একবার এসে দেখে যাও, পাগল পাগল সবাই পাগল, আমি তোমার পোষা পাখি। এই অ্যালবামগুলো শুধুমাত্র গানই নয়, যেন শ্রোতার হৃদয়ের স্পর্শ। বাংলা লোকগানে রফিক সরকারের অবস্থান আজ এক সম্মানজনক জায়গায়। তার কেবল গানেই নয়, সংগঠনের ক্ষেত্রেও রয়েছে বিশেষ ভূমিকা। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগীতের পাশাপাশি তরুণ শিল্পীদের উৎসাহ দিতেও তিনি বরাবরই এগিয়ে আসেন। রফিক সরকার ১৯৮০ সালের ৬ই আগস্ট, কুমিল্লা জেলার হোমনা থানার ইটাভরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজগর আলী ও মাতার নাম জামেলা খাতুন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ