রাজধানীর পল্লবীতে প্রেমিক ইসমাইল কামাল রিসাদের (২৮) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে আটক হওয়া ফিরোজা আশরাফী (৩০) নামে এক নারী পুলিশ হেফাজতে বিষপান করে মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে ৯৯৯?এ ফোন পেয়ে ভাটারা থানা পুলিশ তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে থানায় এনে নারী পুলিশ পাহারায় রাখে। খানিক পরে ‘লিগ্যাল এইড’ পরিচয়ে আসা এক হিজড়ার হাতে করে বাসা থেকে আনা ইনহেলারের প্যাকেটের ভেতর লুকানো বিষপান করার পর আশরাফী অচেতন হন। পরে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও গত শুক্রবার সন্ধ্যা সাড়ে?৬টায় তিনি মারা যান। পুলিশ জানায়, এর আগে বৃহস্পতিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ঘুমন্ত প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিয়ে নিজেই তাকে হাসপাতালে ভর্তি করেন আশরাফী। রিসাদের প্রায় ৮০?শতাংশ গোপনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি এখনও এভার কেয়ারে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে প্রেমিকের স্বজনরা হাসপাতালে এসে আশরাফীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেন। তাদের অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানায় বিষপানে মৃত্যুর ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানার এসআই জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন ও নাসিমাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, ‘আত্মহত্যার চেষ্টা’ ধারায় একটি মামলা হয়েছে এবং বিষ কেনা সংক্রান্ত অনলাইন কথোপকথনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। ঢামেক মর্গে আশরাফীর লাশের ময়নাতদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সঙ্গে আলাপ করে রিসাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট থানা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানার ৩ পুলিশ বরখাস্ত
- আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৫০:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৫০:২৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ