ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, কারখানা ছুটি

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৪৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৪৯:৪৬ অপরাহ্ন
গাজীপুরে শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, কারখানা ছুটি
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও কারখানার দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ন ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় সাউদার্ন নিট ওয়্যার লিমিটেড কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। এর নেতৃত্ব দেন ১৭ জন শ্রমিক। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের চিহ্নিত করে গত বৃহস্পতিবার প্রধান ফটকে ১৭ জন শ্রমিককে ছাটাইয়ের নোটিশ টাঙিয়ে দেয়। একপর্যায়ে গতকাল শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ১৭ জন শ্রমিক ছাটাইয়ের বিষয়টি নোটিশে মাধ্যমে দেখতে পায়। কিছু সময় পর শ্রমিকরা জড়ো হয়ে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে। পরে ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও কারখানার মহাব্যবস্থাপক (জিএম) নূরুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমানের পদ্যাতাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানার ভেতরেই কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে। পরে দুপুরে কারখানাটি একদিনের ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। তবে কারখানার ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য