স্বরূপকাঠী থেকে এম.ইসলাম জাহিদ
পিরোজপুরের স্বরূপকাঠি সহ আশপাশ এলাকায় সপ্তাহ জুড়ে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এক প্রকার বন্ধ হয়ে আছে মিল-কারখানা, দোকান পাট ও তেমন খুলছে না ব্যবসায়ীরা। জোয়ারের পানি ও বৃষ্টির কারণে তলিয়ে গেছে নিম্ন অঞ্চল। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমে গেছে, বর্ষাকাল এলেই বৃষ্টি আর পানির স্রোতের কারণে নদী ভাঙ্গন দেখা দেয় এই এলাকায়। স্বরূপকাঠির জলাবাড়ি, কুনিয়ারী কৌরিখাড়া, সোহাগদল, নান্দুহার সহ এ এলাকার বেশিরভাগ গ্রামই নদী ভাঙ্গনের কবলে পরে, বিশেষ করে হুমকির মুখে রয়েছে ইন্দুরহাট, মিয়ারহাট হাট বাজার, দক্ষিণ কৌরিখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর কৌরিখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ মন্দির সহ বিসিক শিল্পনগরী। দীর্ঘ দিন যাবৎ এলাকাবাসী নদী ভাঙ্গন রোধে বিশেষ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
