রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেল স্টেশনের পিলারজুড়ে রঙে রঙে জেগে উঠেছে ইতিহাস। ২০২৪ সালের জুলাই মাসের গণ-আন্দোলনের স্মৃতি তুলে ধরা হয়েছে দেয়ালজুড়ে আঁকা গ্রাফিতিতে। গতকাল শনিবার বিকেলে ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনী ঘুরে দেখেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
এরআগে মেট্রোরেল স্টেশন ও পিলারে শিল্পী-হাতের ছোঁয়ায় ইতিহাস ফুটিয়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারগুলোতে গ্রাফিতি ( দেয়ালচিত্র ) এঁকে ২০২৪ সালের জুলাই মাসের গণ-আন্দোলনের স্মৃতি তুলে ধরা হয়েছে। এই শিল্পকর্মের মাধ্যমে মেট্রোরেল স্টেশনগুলো কেবল যাতায়াতের পথ নয়, বরং ইতিহাস ও সংস্কৃতির ধারক হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, মেট্রোরেলের পিলারগুলোতে বিভিন্ন চিত্রকর্ম, যেমন-দেয়ালচিত্র (গ্রাফিতি), সেøাগান ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে, যা পথচারীদের আকৃষ্ট করছে এবং একই সাথে দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি সচেতনতা বাড়াচ্ছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আন্দোলনের চেতনা ধারণ করে রাখতে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনের খোলা জায়গায় এ ধরনের প্রদর্শনী চালু রাখার উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি। এ জন্য ঢাকার কারওয়ান বাজার থেকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনজুড়ে, স্টেশনের পিলারে শিল্পী-হাতের তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে জনগণের সাহসিকতা, আত্মত্যাগ আর গণ-আন্দোলনের গৌরবগাথা। মোহাম্মদ এজাজ বলেন, জুলাইয়ের চেতনা উজ্জীবিত রাখতে মেট্রোস্টেশনে যতগুলো ফাঁকা জায়গা আছে সেখানে পোস্টার ও ছবি প্রদর্শনী হবে। তিনি বলেন, কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারগুলোতে বিগত ১৭ বছর আওয়ামী লীগের নানা দুঃশাসনের বিভিন্ন ঘটনার প্রতীকী উপস্থাপন রাখা হচ্ছে, যেন সাধারণ মানুষ এগুলো ভুলে না যায়।
ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে জুলাই স্মৃতি গেট ও বিজয় সরণির বঙ্গবন্ধুর ভাস্কর্যের স্থানে গণমিনার তৈরি করা হবে। বছরজুড়েই রাজধানীর শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন গ্যালারিতে জুলাই স্মৃতি প্রদর্শনীর আয়োজন করা হবে। তিনি জানান, গণ-অভ্যুত্থানে নারীদের অবদানকে তুলে ধরতে উত্তরায় টেরাকোটা ও পাবলিক স্পেসে প্রদর্শনীর আয়োজন করা হবে। এ ছাড়া দেশের যেসব জায়গায় জুলাইয়ে বড় আন্দোলন হয়েছে সেখানে মেমরি মন্যুমেন্ট করা হবে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

নতুনরূপে জুলাই ইতিহাস ইতিহাস
- আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৩৬:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৩৬:৪৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ