ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

নতুনরূপে জুলাই ইতিহাস ইতিহাস

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৩৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৩৬:৪৮ অপরাহ্ন
নতুনরূপে জুলাই ইতিহাস ইতিহাস
রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেল স্টেশনের পিলারজুড়ে রঙে রঙে জেগে উঠেছে ইতিহাস। ২০২৪ সালের জুলাই মাসের গণ-আন্দোলনের স্মৃতি তুলে ধরা হয়েছে দেয়ালজুড়ে আঁকা গ্রাফিতিতে। গতকাল শনিবার বিকেলে ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনী ঘুরে দেখেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
এরআগে মেট্রোরেল স্টেশন ও পিলারে শিল্পী-হাতের ছোঁয়ায় ইতিহাস ফুটিয়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারগুলোতে গ্রাফিতি ( দেয়ালচিত্র ) এঁকে ২০২৪ সালের জুলাই মাসের গণ-আন্দোলনের স্মৃতি তুলে ধরা হয়েছে। এই শিল্পকর্মের মাধ্যমে মেট্রোরেল স্টেশনগুলো কেবল যাতায়াতের পথ নয়, বরং ইতিহাস ও সংস্কৃতির ধারক হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, মেট্রোরেলের পিলারগুলোতে বিভিন্ন চিত্রকর্ম, যেমন-দেয়ালচিত্র (গ্রাফিতি), সেøাগান ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে, যা পথচারীদের আকৃষ্ট করছে এবং একই সাথে দেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি সচেতনতা বাড়াচ্ছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আন্দোলনের চেতনা ধারণ করে রাখতে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনের খোলা জায়গায় এ ধরনের প্রদর্শনী চালু রাখার উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি। এ জন্য ঢাকার কারওয়ান বাজার থেকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনজুড়ে, স্টেশনের পিলারে শিল্পী-হাতের তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে জনগণের সাহসিকতা, আত্মত্যাগ আর গণ-আন্দোলনের গৌরবগাথা। মোহাম্মদ এজাজ বলেন, জুলাইয়ের চেতনা উজ্জীবিত রাখতে মেট্রোস্টেশনে যতগুলো ফাঁকা জায়গা আছে সেখানে পোস্টার ও ছবি প্রদর্শনী হবে। তিনি বলেন, কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের পিলারগুলোতে বিগত ১৭ বছর আওয়ামী লীগের নানা দুঃশাসনের বিভিন্ন ঘটনার প্রতীকী উপস্থাপন রাখা হচ্ছে, যেন সাধারণ মানুষ এগুলো ভুলে না যায়।
ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে জুলাই স্মৃতি গেট ও বিজয় সরণির বঙ্গবন্ধুর ভাস্কর্যের স্থানে গণমিনার তৈরি করা হবে। বছরজুড়েই রাজধানীর শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন গ্যালারিতে জুলাই স্মৃতি প্রদর্শনীর আয়োজন করা হবে। তিনি জানান, গণ-অভ্যুত্থানে নারীদের অবদানকে তুলে ধরতে উত্তরায় টেরাকোটা ও পাবলিক স্পেসে প্রদর্শনীর আয়োজন করা হবে। এ ছাড়া দেশের যেসব জায়গায় জুলাইয়ে বড় আন্দোলন হয়েছে সেখানে মেমরি মন্যুমেন্ট করা হবে বলেও জানান তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স