ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল-গয়েশ্বর ডেঙ্গু রোগী বেড়েছে সাড়ে ৬ গুণ, মৃত্যু বেড়েছে ৪ গুণ আরও ৩ জনের করোনা শনাক্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৭ ইনুর ভয়েস রেকর্ড, ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার মাধ্যমিক স্তরে ‘ঝরে পড়া’র প্রবণতা বাড়ার ইঙ্গিত এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু করবেন যেভাবে পরিবহন খাতে চাঁদাবাজি আগের মতোই চলছে প্রত্যাখ্যান হেফাজতের প্রতিহতের ঘোষণা অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা-ইউএনএইচসিআর মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা অনিশ্চত ধর্ষণ-গণপিটুনিতে হত্যা বেড়েছে জুনে, কমছে না অজ্ঞাত লাশের সংখ্যা-এমএসএফ খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা দেশজুড়ে রোমহর্ষক-বীভৎস হত্যাকাণ্ডে বাড়ছে উদ্বেগ সভ্যতার ইতিহাস আর সৌন্দর্যে মোড়া বিশ্বের সেরা ৭ দুর্গ ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিলে আলোচনায় বসবে ইরান পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল-গয়েশ্বর

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০১:১২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০১:১২:৪১ পূর্বাহ্ন
বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল-গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস)। যারা বলেন বিএনপি ক্ষমতা চায় তাদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আমাদের নতুন প্রজন্মের নেতা তারেক রহমান বলে থাকেন, আমাদের ভোট দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা আপনার ভোটাধিকারের জন্য লড়াই করছি, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন। তিনি সব প্রশ্নের জবাব দিয়েছেন। জনগণই সব ক্ষমতার প্রকৃত সক্ষমতা ধারণ করে। তাদের ওপর আস্থা বিশ্বাস রেখে দেখেন, তারা সন্তুষ্ট হয়ে আপনাদের কতটুকু দেয়। বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি। বিএনপির পেছনে দলগুলোর লাগা দেখে মনে হয় বিএনপিই ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করি, একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাঁধা দিয়ে রাখতে পারবে না, জনগণ রুখে দেবে। আর যারা যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছেন না, তারা কালকেই শহীদ মিনারে এসে শপথ নেন। সেইসব রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা একটা ঐক্যজোট করেন। বিএনপি এককভাবে ৩০০ প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। আপনারা ফলাফলের পরে গুণে নিয়েন কত ভোট পেলেন, জামানতটা রাখতে পারলেন কী না! বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করিনি, এ আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পরলেন, তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি কইরেন না। এরই মধ্যে আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান। জাসাসের সদস্য সচিব জাকির হোসেন খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দীন খান উজ্জ্বল। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয়, মহানগরসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্বরণ করা হয় এবং জাসাসের প্রকাশিত গানের সিডি মোড়ক উন্মোচন করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স