কারাবন্দি হাসানুল হক ইনুর আইনজীবী ও পরিবারকে না জানিয়ে তার ভয়েস রেকর্ড করায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। গতকাল শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে অভিযোগ করছে যে কয়েকদিন আগে কারাবন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী ও পরিবারকে না জানিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার নামে গোপনে কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেছে।
জাসদের বিবৃতিতে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করে বলা হয় যে, হাসানুল হক ইনুর রেকর্ডকৃত ভয়েস কারিগরি প্রযুক্তির অপব্যবহার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবর্তন করে তার বিরুদ্ধে আইসিটি ও দেশের বিভিন্ন থানায় দায়ের করা তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলায় ফরেনসিক সাক্ষ্য হিসাবে ব্যবহারের অপচেষ্টা চালানো হবে।
জাসদের বিবৃতিতে আরও অভিযোগ করা হয় যে, মিথ্যা মামলায় কারাবন্দিদের অনেককেই জোরজবরদস্তি করে রাজসাক্ষী বানানোরও অপচেষ্টা চলছে।
জাসদের বিবৃতিতে এসব অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তি, দল, মহল, গোষ্ঠীর প্রতি আহ্বান জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ইনুর ভয়েস রেকর্ড, ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ
- আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১২:৪৩:২১ পূর্বাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ