ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত

প্রত্যাখ্যান হেফাজতের প্রতিহতের ঘোষণা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১২:৩২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১২:৩২:৫২ পূর্বাহ্ন
প্রত্যাখ্যান হেফাজতের প্রতিহতের ঘোষণা
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মুফতি আব্দুর রব ইউসুফী, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমেদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ।
মামুনুল হক বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা ও ইতিহাস আমরা জানি। তাদের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। তাই বাংলাদেশে তাদের ডেকে আনার সিদ্ধান্ত আত্মঘাতী। জনগণ তা মেনে নেবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ইসলামপন্থিরা এখন পর্যন্ত আপনাদের সহযোগিতা করছে। তাই আপনারা হাজারও শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় দেশে গুম-খুন ও ধর্ষণের মতো অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনকে পাশে পাইনি। বাংলাদেশে কাদিয়ানী মতবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। মামুনুল হক সরকারের উপদেষ্টা শারমীন মুরশিদকে ইসলামবিরোধী ও সমকামীদের এজেন্ট হিসেবে আখ্যায়িত করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা তিন দিনের মেহমান। নির্বাচন ও সংস্কার করে বিদায় নিন। খুনিদের বিচার করেন। এর বাইরে কিছু করতে যাবেন না। নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।
হেফাজতের নায়েবে আমির মুফতি আব্দুর রব ইউসুফী বলেন, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি। অথচ তারা সুযোগের অপব্যবহার করছে। বিশ টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দিয়েছে। দেশে মানবাধিকার কার্যালয় করার ম্যান্ডেট এ সরকারকে দেওয়া হয়নি। তিনি প্রয়োজনে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও এবং ঢাকা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স