ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু আজ, হবে সরাসরি সম্প্রচার ত্রাণ বিতরণ সিম্বলিক মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা- শহিদুল আলম সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির ক্ষমতার পালাবদল যেন ‘দুর্নীতির পালাবদল’ না হয়-বদিউল আলম ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আর্জেন্টিনা দলের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি শীর্ষস্থান মজবুত করল স্পেন রোনালদোর পেনাল্টি মিস, শেষ মুহূর্তের গোলে জয় পেলো পর্তুগাল এবার আইপিএল থেকেও সরে যাচ্ছেন কোহলি সেঞ্চুরিতে কোহলিকে স্পর্শ করলেন গিল চার ফিফটিতে স্বস্তিতে দিন শেষ করলো পাকিস্তান নির্বাচনের বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : সিইসি বিশ্বকাপ খেলতে এবার সমীকরণের মুখোমুখি বাংলাদেশ পরিচ্ছন্নতায় সমন্বিতভাবে কাজ করবে ডিএসসিসি ভজঘট পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনীতিতে জাপার সমাবেশ ধাওয়া-পাল্টা ধাওয়া টিয়ারশেল নিক্ষেপ নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে-ফখরুল বিএমইউতে অনিয়ম সমালোচনার ঝড় মিত্রদের যেসব আসন ছাড়তে পারে বিএনপি
রাখাইনে সহিংসতা অব্যাহত

দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা-ইউএনএইচসিআর

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১২:৩০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১২:৩০:০৫ পূর্বাহ্ন
দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা-ইউএনএইচসিআর
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ফলে গত দেড় বছরে আরও অন্তত ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, রাখাইনসহ মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতে হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম দমন-পীড়নের মুখে ইতিমধ্যেই সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সাম্প্রতিক সময়ে এই সংখ্যা আরও বেড়েছে।
ইউএনএইচসিআর জানায়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতা দেখিয়ে আসছে। বর্তমানে কক্সবাজারের মাত্র ২৪ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে, যার মধ্যে দেড় লাখ গত দেড় বছরে যোগ হয়েছে। ফলে অঞ্চলটি এখন বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।
সংস্থাটির তথ্যমতে, নতুন করে বাংলাদেশে প্রবেশ করা শরণার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ২১ হাজার জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু, যারা বর্তমানে জনাকীর্ণ শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে।
রিপোর্টে বলা হয়, এসব শরণার্থী পুরোপুরি সহায়তার ওপর নির্ভরশীল। নতুন আগমনকারীদের কারণে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয়সহ মৌলিক পরিষেবায় চরম চাপ তৈরি হয়েছে। বিশেষ করে যারা এখনো নিবন্ধনের আওতায় আসেনি, তাদের কাছে এসব সহায়তা পৌঁছানো আরও কঠিন হয়ে পড়েছে।
ইউএনএইচসিআর আশঙ্কা প্রকাশ করে জানায়, বৈশ্বিক সহায়তা তহবিলে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। দ্রুত তহবিল না বাড়ানো হলে সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং প্রয়োজনীয় রান্নার জ্বালানি (এলপিজি) ফুরিয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে।
এছাড়া প্রায় ২ লাখ ৩০ হাজার শিশুর শিক্ষাসুবিধা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। আর এদের মধ্যে প্রায় ৬৩ হাজার নতুন করে বাংলাদেশে আসা শিশু।  প্রায় ২ লাখ ৩০ হাজার শিশুর শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে, যার মধ্যে ৬৩ হাজার শিশু নতুন করে আগত রোহিঙ্গা এ অবস্থায় ইউএনএইচসিআর ও অন্যান্য মানবিক সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশসহ আশ্রয়দাতা দেশগুলোর সঙ্গে সংহতি প্রকাশ এবং টেকসই সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, মিয়ানমারে রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা না আসা পর্যন্ত এবং স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স