* ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ অকৃতকার্য * এসএসসি ও সমমানে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী * নো ফেল স্কুল’ ভিকারুননিসায় এবার ৫৫ জন ফেল * এবার কোন বোর্ডভিত্তিক পাসের হার
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুই-ই কমেছে। ফলাফল অনুযায়ী, গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৩ শতাংশ। অর্থাৎ, এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। অথচ গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। ফল প্রকাশের সময় কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। প্রতিটি শিক্ষা বোর্ড আলাদাভাবে ফল প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই ফল প্রকাশ করা হয়।
শিক্ষা বোর্ডর পাসের হার ঢাকা বোর্ড: ৬৭ দশমিক ৫১ শতাংশ, চট্টগ্রাম বোর্ড: ৭২ দশমিক ০৭ শতাংশ, কুমিল্লা বোর্ড: ৬৩ দশমিক ৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ড: ৫৮ দশমিক ২২ শতাংশ, যশোর বোর্ড: ৭৩ দশমিক ৬৩ শতাংশ, বরিশাল বোর্ড: ৫৬ দশমিক ৩৮ শতাংশ, দিনাজপুর বোর্ড: ৬৭ দশমিক ০৩ শতাংশ, সিলেট বোর্ড: ৬৮ দশমিক ৫৭ শতাংশ ও রাজশাহী বোর্ড: ৭৭ দশমিক ৬৩ শতাংশ। শিক্ষা বোর্ডের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ঢাকা বোর্ড: ৩৭ হাজার ৬৮ জন, চট্টগ্রাম বোর্ড: ১১ হাজার ৮৪৩ জন, কুমিল্লা বোর্ড: ৯ হাজার ৯০২ জন, ময়মনসিংহ বোর্ড: ৬ হাজার ৬৭৮ জন, যশোর বোর্ড: ১৫ হাজার ৪১০ জন, বরিশাল বোর্ড: ৩ হাজার ১১৪ জন, দিনাজপুর বোর্ড: ১৫ হাজার ৬২ জন, সিলেট বোর্ড: ৩ হাজার ৬১৪ জন, রাজশাহী বোর্ড: ২২ হাজার ৩২৭ জন। অন্যান্য বোর্ডের ফলাফল— মাদরাসা শিক্ষা বোর্ড: জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন, কারিগরি শিক্ষা বোর্ড: জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।
কোন বোর্ডভিত্তিক পাসের হার: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার আগে একযোগে ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল ও অনলাইনে ফল জানতে পেরেছে। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যা গত বছরের তুলনায় অনেকটাই কম। এবার সবচেয়ে বেশি পাস করেছে রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এরপর আছে যশোর বোর্ড: ৭৩ দশমিক ৬৯ শতাংশ, কারিগরি বোর্ড: ৭৩ দশমিক ৬৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ড: ৭২ দশমিক ০৭ শতাংশ, সিলেট বোর্ড: ৬৮ দশমিক ৫৭ শতাংশ, মাদরাসা বোর্ড: ৬৮ দশমিক ০৯ শতাংশ, ঢাকা বোর্ড: ৬৭ দশমিক ৫১ শতাংশ, দিনাজপুর বোর্ড: ৬৭ দশমিক ০৩ শতাংশ, কুমিল্লা বোর্ড: ৬৩ দশমিক ৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ড: ৫৮ দশমিক ২২ শতাংশ, বরিশাল বোর্ড: ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সাধারণ ৯ বোর্ডে পরীক্ষার্থী: ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। তার মধ্যে ছাত্র: ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী: ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এবার সর্বমোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণ করেছে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠান। মাদরাসা বোর্ডে পরীক্ষার্থী: ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন ছাত্র ও ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী ৭২৫টি কেন্দ্রে, ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। তারমধ্যে—১ লাখ ৮ হাজার ৩৮৫ জন ছাত্র এবং ৩৪ হাজার ৯২৮ জন ছাত্রী। এবার সবগুলো শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। তার মধ্যে— ঢাকা বোর্ড: ৩৭ হাজার ৬৮ জন, চট্টগ্রাম বোর্ড: ১১ হাজার ৮৪৩ জন, কুমিল্লা বোর্ড: ৯ হাজার ৯০২ জন, ময়মনসিংহ বোর্ড: ৬ হাজার ৬৭৮ জন, যশোর বোর্ড: ১৫ হাজার ৪১০ জন, বরিশাল বোর্ড: ৩ হাজার ১১৪ জন, দিনাজপুর বোর্ড: ১৫ হাজার ৬২ জন, সিলেট বোর্ড: ৩ হাজার ৬১৪ জন, রাজশাহী বোর্ড: ২২ হাজার ৩২৭ জন। অন্যান্য বোর্ডের ফলাফল— মাদরাসা শিক্ষা বোর্ড: জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন, কারিগরি শিক্ষা বোর্ড: জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কম।
এসএসসি ও সমমানে ফেল ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সব শিক্ষা বোর্ড মিলিয়ে ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ ছাত্রী। বৃহস্পতিবার দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী; আর গতবারের তুলনায় কমেছে ৪২ হাজার ১২৭।
এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে। এবারও ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সে হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
নো ফেল স্কুল’ ভিকারুননিসায় এবার ৫৫ জন ফেল: রাজধানীর অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ‘নো ফেল স্কুল’ হিসেবেই পরিচিত। বছরের পর বছর ধরে এসএসসিতে স্কুলটির সাফল্য থাকে শীর্ষে। তবে এবারের চিত্র উল্টো। স্কুলটির ৫৫ জন শিক্ষার্থী এবারের এসএসসিতে ফেল করেছেন। বৃহস্পতিবার ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ হাজার ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৬১ জন। পাসের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। তবে ফেল করেছে ৫৫ জন। তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ফেল করেছে ৩৭ জন, মানবিকে ৮ জন এবং ব্যবসায় শিক্ষায় ফেল করেছে ১০ জন। গত এক দশকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ফেলের সংখ্যা গোনা যেত এক হাতে। সেই তুলনায় এবারের ফলাফল বিশ্লেষণে উদ্বেগ তৈরি করেছে অভিভাবক মহলে।
অন্যদিকে, ভিকারুননিসার পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ১ হাজার ৩২৬ জন। এই সংখ্যা বেশ উল্লেখযোগ্য হলেও ৫৫ জন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া একটি ব্যতিক্রমী চিত্র। সারা দেশে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ফাইভ উভয়ই কমেছে। মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যেখানে গত বছর তা ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। এ বছর জিপিএ ফাইভ পেয়েছের ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। এবারও জিপিএ ফাইভ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে মেয়েরা।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৪.৬৮ শতাংশ: চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার। এ পরীক্ষায় ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১ হাজার ৫২৩ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩৫ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ হিসাবে পাশের হার ৯৪.৬৮ শতাংশ। ২০২৪ সালে এসএসসিতে প্রতিষ্ঠানটি শতভাগ পাশসহ ১ হাজার ২৩৫ জনের মধ্যে ৮৪৩ জন জিপিএ-৫ পেয়ে অভাবনীয় কৃতিত্ব অর্জন করে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ ১ হাজার ১৬৩ জনের মধ্যে জিপিএ-৫ পায় ৬১৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ ১৭২ জনের মধ্যে ১১ জন জিপিএ-৫ পায়। মানবিক বিভাগ হতে উত্তীর্ণ হয় ১০৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পায় ৫ জন। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৫২৬ জন। এর মধ্যে তিনজন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪৪২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া ৮১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তবে প্রতিষ্ঠানটির ইংলিশ বিভাগে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ফলাফল প্রকাশের পর পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দে ফেটে পড়ে কৃতকার্য শিক্ষার্থীরা। এ সময় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চঞ্চলতা দেখা যায়। ২টার পর কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা মাইকে ফলাফল ঘোষণা করলে ক্লাসরুম থেকে সব শিক্ষার্থীরা বেরিয়ে এসে কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তবে ফলাফল নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, পরীক্ষায় অংশ নেওয়া আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যাশিত ফল অর্জন করেছে। এ অর্জন শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ফলেই সম্ভব হয়েছে। তিনি বলেন, কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আর যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য সমবেদনা রইল। তোমরা জুলাই বিপ্লবে অংশ নেওয়ার কারণে হয়তো পরীক্ষার ফলাফল একটু খারাপ হয়েছে আগামীতে সব ঠিক হয়ে যাবে। জুলাই বিপ্লবে অংশ নেওয়ার কারণে শিক্ষার্থী ট্রামাটাইজ হয়ে পড়েন, এর মধ্যেই পরীক্ষায় অংশ নেওয়ায় ফলাফল একটু খারাপ হয়েছে। অভিভাবকের উদ্দেশ্যে অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীদের কোনোভাবেই বকাঝকা করবেন না, তাদের পাশে থেকে সাপোর্ট দেয়ার অনুরোধ করছি। এই সময় তাদের পাশে থাকা জরুরী।
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ অকৃতকার্য: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। গত বছর শূন্য পাস করা এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এই তথ্য জানা যায়।
এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সেই হিসাবে পাসের হার অনেক কমেছে। এবারও ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সে হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫
- আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:১৮:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:১৮:৫২ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ